হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

‘ভারত ছাড়ো’ আন্দোলনের বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ ও আরএসএস

August 9, 2020 | 2 min read

২০১৪ সালে মাত্র ৩১ শতাংশ ভোট পেয়ে কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি৷ কথায় কথায় দেশপ্রেমের জিগির তোলে বিজেপি এবং তাদের শাখা আরএসএস। তাদের হাবভাব এমন যেন এ দেশে একমাত্র দেশপ্রেমিক বিজেপি–আরএসএস৷ কিন্তু এই হিন্দুত্ববাদীদের ‘দেশপ্রেমের’ প্রকৃত ইতিহাসটা কী? ভারত যখন ব্রিটিশের উপনিবেশ ছিল, তখন কী ভূমিকা নিয়েছিল আরএসএস?

স্বাধীনতা আন্দোলনকে দেশের পক্ষে ক্ষতিকারক এবং প্রতিক্রিয়াশীল ভাবার কারণেই বিজেপির পূর্বসূরি আরএসএস দেশকে স্বাধীন করার কোনও কর্মসূচিতেই ছিল না৷ ১৯৪০–এর দশকে আরএসএস–এর ভূমিকা প্রসঙ্গে আন্ডারসন এবং ডামলে বলেছেন, ‘‘গোলওয়ালকর বিশ্বাস করতেন, আরএসএস–কে নিষিদ্ধ করার কোনও রকম অজুহাত ব্রিটিশ শাসকদের  দেওয়া  চলবে  না’’৷ 

ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে গোলওয়ালকর এও পর্যন্ত বলেছিলেন– ‘‘এই সংগ্রামের খারাপ ফল হতে বাধ্য৷’’ এহেন আরএসএস–এর চিন্তাকে পরাধীন ভারতের জনগণ গ্রহণ করলে দেশ স্বাধীনতা অর্জন করতে পারত না৷ এর পরেও আর এস এসকে দেশপ্রেমিক বলা যায়? না বলা উচিত দেশদ্রোহী?

ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জীও৷ ভারত ছাড়ো আন্দোলন শ্যামাপ্রসাদের কাছে ‘অর্থহীন উচ্ছৃঙ্খলতা’ ও ‘নাশকতামূলক’ কাজকর্ম৷ তাই তিনি মনে করেছেন, এই আন্দোলন দমন করা উচিত এবং কীভাবে এই আন্দোলন দমন করা যায় তার একটা তালিকাও তিনি ব্রিটিশ সরকারের কাছে পেশ করেছেন৷ ব্রিটিশের কী নির্লজ্জ দালালি!

শ্যামাপ্রসাদ মুখার্জীর কীর্তি এখানেই শেষ নয়৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যখন আজাদ হিন্দ ফৌজ বীরত্বের সাথে লড়াই করছিল, সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জী ইংরেজ সাম্রাজ্যবাদকে সহায়তা করার জন্য আগ বাড়িয়ে বললেন, ‘‘বঙ্গদেশকে রক্ষা করিবার জন্য একটা গৃহবাহিনী গঠনের অধিকার আমাদের দেওয়া হউক’’৷ এর পরেও কেউ শ্যামাপ্রসাদ মুখার্জীকে স্বাধীনতা সংগ্রামী বলতে পারেন?

হিন্দু মহাসভা থেকে ‘জনসংঘ’ গড়ে তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জী, আর সেই ‘জনসংঘ’ থেকেই জন্ম আজকের ‘ভারতীয় জনতা পার্টি’ বা ‘বিজেপি’–র৷ সেই বিজেপিই আজ দেশপ্রেমের ধ্বনি তুলছে৷ 

তথ্যসূত্র: 

রমেশচন্দ্র মজুমদার লিখিত ‘বাংলাদেশের ইতিহাস’

রাষ্ট্র সংগ্রামের এক অধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জী

TwitterFacebookWhatsAppEmailShare

#Quit India Movement, #Shyamaprosad Mukherjee

আরো দেখুন