বিজেপির ভিডিওতে বাউল গান, সিঁদুরখেলা
একটুকরো বাংলা। আর মোদী মুখ। এই দুইকে হাতিয়ার করেই বিজেপি পরিবারে তিন কোটি সদস্যকে যুক্ত করার কাজে নামছে বঙ্গ বিজেপি। তৈরী হয়েছে নয়া ভিডিও। আর সেখানে বাবহার করা হয়েছে বাংলার সংস্কৃতি-বাঙালীয়ানাকে। নতুন বাংলা গড়ার কান্ডারী হিসেবে ভরসা সেই নরেন্দ্র মোদী। আগামী চার মাসে তিন কোটি সদ্যস্যের লক্ষামাত্রা যে কম কথা নয় তা ভাল করেই জানেন বঙ্গ বিজেপির নেতারা। কিন্ত দলের কর্মী ও তাদের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের যদি বিজেপি পরিবারে যুক্ত করা যায়, তাহলে টার্গেট পুরো করা সম্ভব। আর সেটা হলেই আগামী ২০২১-এর ভোটে কেল্লা ফতে। ওই তিন কোটি সদস্যই হবে গেরুয়া শিবিরের ভোট ব্যাঙ্ক। এটা হলেই বাংলা দখল সম্ভব, দাবী রাজ্য বিজেপির এক নেতার। বাউল গান, আদিবাসী নৃত্য, হাতে টানা রিকশা, কফি হাউস থেকে কলকাতার ট্রাম, দুর্গাপুজো, সিঁদুরখেলা, ধুনুচি নাচ থেকে হাওড়া ব্রীজ। আবার স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নেতাজী। গোটা বাংলার সংস্কৃতি, বাঙালীয়ানাকেই আগামী দিনে পড়তে চাইছে বিজেপি। নয়া সদস্য অভিযানে এই নতুন প্রচার ভিডিওই এবার অভিনব কৌশল গেরুয়া শিবিরের।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ায় পাড়ায় দেখানো হবে এই ভিডিও। আর ভিডিওতে প্রচারের অন্যতম মুখ সেই মোদী, মোদীর হাত দিয়েই উন্নয়ন সম্ভব। সেটাই বোঝানো হয়েছে। অবশ্য অমিত শাহও আছেন ভিডিওতে। ভিডিওর গানের লাইন স্বপ্নমাখা সোনার বাংলা উঠবে জেগে নতুন করে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ৯৮ লক্ষ সদস্য আমাদের হয়ে গেছে। ৭৫ লক্ষের মতো ভেরিফিকেশন হয়েছে। এখন টার্গেট তিন কোটি। এই অভিযান নিয়ে জোরকদমে প্রচারে নামতে চলেছে বিজেপি। পাড়ায় পাড়ায় লাগানো হবে প্ল্যাকার্ড, ফেস্টুন। সেখানে টোল ফি নম্বর দেওয়া থাকবে। আবেদন থাকবে মিসড কল দিয়ে বিজেপি পরিবারের সদস্য হওয়ার জন্য। মহল্লায় মহল্লায় বাজবে গানের ক্যাসেট। নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষদের নিয়ে গান বাঁধা হয়েছে। বিশেষ রিংটোন চালু হয়েছে। নেতা-কর্মীদের মোবাইলেও বাজবে “আমার পরিবার বিজেপি পরিবার”।