বিবিধ বিভাগে ফিরে যান

প্রয়াত গণিতজ্ঞ এস. এন. দে

August 10, 2020 | < 1 min read

গণিত যদি আতঙ্কের নাম হয়, তবে সমাধান অবশ্যই ‘এস এন দে’র অঙ্কের বই’। পশ্চিমবঙ্গের বিজ্ঞান পড়ুয়াদের কাছে প্রথম ভরসার নাম সৌরেন্দ্রনাথের অঙ্ক বই। বীজগণিত, পাটিগণিত, ত্রিকোনোমিতি, লগারিদম প্রভৃতি বিষয় থেকে মুক্তি দিতেন যেই নাম, সেই এস. এন. দে মারা গেলেন।

গত ৬ তারিখ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বইয়ের পাতায় তাঁর জটিল অংক থাকলেও বারবারক প্রচার বিমুখ থেকে গেছেন তিনি।

আর তাই সকলের অলক্ষ্যেই চলে গেলেন তিনি। শেষ জীবনে একাকীত্বতায় কেটেছে তাঁর জীবন। লড়ছিলেন ক্যান্সারের মতো দূরারোগ্য ব্যধির সঙ্গে। হৃদরোগেও ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। সেই রোগের তাড়নাতেই ৭২ বছর বয়সে পৃথিবী পরিত্যাগ করলেন এই স্বনামধন্য অঙ্কের মাস্টার।

তিনি চলে গেলেও তাঁর রেখে যাওয়া বইগুলো বছরের পর বছর ধরে আগামীতেও দিশা দেখাবে পড়ুয়াদের। অঙ্কই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান ছিল। নিমেষে তাঁর জাদুতে সমাধান হত অঙ্কের জটিল ধাঁধা।

কর্মজীবনে একাধিক কলেজে শিক্ষকতাও করেছেন তিনি। তাঁর সান্নিধ্য পেয়েছে সিটি কলেজ, শিবনাথ শাস্ত্রী কলেজ ও ব্যারাকপুরের মহাদেবানন্দ কলেজের ছাত্র-ছাত্রীরা

TwitterFacebookWhatsAppEmailShare

#Passed away, #Mathematics, #S. N. Dey

আরো দেখুন