চলে গেলেন সুরের যাদুকর আলাউদ্দিন আলি
প্রয়াত হলেন, ‘ইস্টিশনের রেলগাড়িটা’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম’, ‘সুখে থেকো ও আমার নন্দিনী’, ‘তোমাকে চাই আমি আরো কাছে’ প্রভৃতি অসংখ্যর কালজয়ী গানের সুরকার আলাউদ্দিন আলি। তিনি ছিলেন একাধারে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। দীর্ঘ ৫ দশক ধরে অসংখ্যল কালজয়ী আধুনিক গান, চলচ্চিত্রের গান, দেশাত্মবোধক গা্নে তাঁর সুরের ছোঁয়া দিয়ে দুই বাংলার স্রোতাদের মনে বিরাজ করেছেন তিনি।
লোকজ ও ধ্রুপদি সুর মেশানো আলাউদ্দিন আলির সুরে বাংলা গান এক আলাদা মাত্রা পেয়েছিল। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বহু স্বনামধন্য শিল্পী তাঁর সুরে গান গেয়ে জনপ্রিয়তার সিঁড়ি চড়েছেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার। আলাউদ্দিন আলি আট বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পাঁচ হাজারেরও বেশি গানে সুর দিয়েছেন তিনি।
ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন এই সুরকার। চলছিল ক্যানসারের চিকিৎসাও। শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল। বাংলাদেশ ও ব্যাংককে চিকিৎসা চলেছিল বহুদিন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোর পৌনে পাঁচটায় তাঁকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা বিবেচনা করে তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হল না। রবিবার বিকেলে তিনি পাড়ি দেন না ফেরার দেশে।