দেশ বিভাগে ফিরে যান

সংক্রমণের রেকর্ড, দেশে আক্রান্তের সংখ্যা ২২,০০,০০০ ছাড়ালো

August 10, 2020 | 2 min read

ফের দেশে করোনার রেকর্ড বৃদ্ধি। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজারেরও বেশি মানুষ। গোটা ভারতে এখন মোট করোনা আক্রান্ত এখন ২২ লক্ষ ছাড়িয়েছে।  

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০০৭ জন। দেশে এ পর্যন্ত করোনার বলি ৪৪ হাজার ৩৮৬। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লক্ষ ৩৫ হাজার ৭৪৩ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৩৪ হাজার ৯৪৫। সুস্থতার আগের দিনের থেকে কিছুটা বেড়ে ৬৯.৩৩ শতাংশ।

মহারাষ্ট্রে করোনা আক্রান্তর সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজার ৩৩২। মোট প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৭৫৭ জন। কোভিড যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫১ হাজার ৭১০ জন। ঠাকরে রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৮৬৫।

তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৯৬ হাজার ৯০১। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৩৮ হাজার ৬৩৮ জন। মোট প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৯২৭ জন। সক্রিয় করোনা আক্রান্ত এখন সে রাজ্যে ৫৩ হাজার ৩৩৬ জন।

তৃতীয় স্থানে অন্ধ্র প্রদেশ। সে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৮৬০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩৮ হাজার ৭১২ জন। মোট প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩০৬ জন। এখন সে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৮৭ হাজার ১১২ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Corona Update In India, #Covid Update

আরো দেখুন