রাজ্য বিভাগে ফিরে যান

আবাস যোজনায় জিও ট্যাগিংয়ে প্রথম স্থান বাংলার

August 10, 2020 | 2 min read

দেশকে পথ দেখাচ্ছে বাংলা, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী ‘জিও ট্যাগিং’-এর ক্ষেত্রে দেশে প্রথম স্থানে রয়েছে বাংলা। ‘জিও ট্যাগিং’ হলো ডিজিটাল ট্যাগ-এর মাধ্যমে ছবির ভৌগোলিক অবস্থান বোঝানোর প্রযুক্তি, যা সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, গতিপ্রকৃতি যাচাইয়ে ব্যবহার হয়ে থাকে। এই রাজ্যেও বাংলা আবাস যোজনাতে ‘জিও ট্যাগিং’-এর ব্যাপক ব্যবহার রয়েছে, আর সেই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেই বাংলা রয়েছে দেশের মধ্যে প্রথম।

সাধারণ ভাবে বলা যেতে পারে, ‘জিও ট্যাগিং’-এর ক্ষেত্রে দেশকে পথ দেখাচ্ছে বাংলা, আর এই বিষয়ে বাংলার প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, গত শুক্রবার ছিল কেন্দ্রীয় অনুমোদন ও নজরদারি কমিটির বৈঠক। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের কর্তাদের সঙ্গে সেখানে ছিলেন বিভিন্ন রাজ্যের এই প্রকল্পের অধিকর্তা, যুগ্ম অধিকর্তা ছিলেন। কয়েকটি রাজ্যের নগরোন্নয়ন দফতরের সচিবরাও হাজির ছিলেন। সেখানে এই প্রকল্পে বাংলার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সচিব দুর্গাশঙ্কর মিশ্র বললেন, ‘‘ধারাবাহিক ভাবে ভাল কাজ হচ্ছে বাংলা।’’
প্রকল্পের পর্যালোচনা আর প্রস্তাবিত কাজের ছাড়পত্র দেওয়া হয় কেন্দ্রীয় অনুমোদন নজরদারি কমিটির বৈঠকে। সেখানে ৪৬টি পুরসভায় ৪৫ হাজার বাড়ি তৈরির জন্য নতুন অনুমোদন চান বৈঠকে থাকা এ রাজ্যের দায়িত্বপ্রাপ্তরা। তার অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই রাজ্যে কেন্দ্রীয় এই মিশনটি রূপায়ণের দেখাশোনার দায়িত্বে রয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে থাকা রাজ্য নগর উন্নয়ন সংস্থা। এই প্রকল্পে জায়গা বাছাই, ভিত স্থাপন, লিনটেল, ছাদ-সহ পাঁচটি স্তরে বাড়িটি তৈরি হয়। প্রতিটি ধাপের কাজ শেষের পরে ‘জিও ট্যাগিং’ করার পরে পরবর্তী ধাপের টাকা উপভোক্তাকে দেওয়ার জন্য নির্দেশ রয়েছে কেন্দ্রের। আর ১০০ শতাংশ ক্ষেত্রেই ‘জিও ট্যাগিং’-এ যুক্ত করার কথা বলে তারা। বাংলায় সেই কাজ ৯৫ শতাংশ হয়েছে। যা দেশে সবচেয়ে বেশি। তাই স্বাভাবিক ভাবে এ ক্ষেত্রে বঙ্গই দেশের মধ্যে এক নম্বর স্থানে রয়েছে। তার সঙ্গে অনুমোদন প্রকল্পে ৯২ শতাংশ ব্যয় বরাদ্দের শংসাপত্র জমা পড়েছে কেন্দ্রের কাছে। যা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সচিব। ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ সাল পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যে ৩.৮৬ লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দিয়েছিল কেন্দ্র। যাচাইয়ের পরে দেখা যায়, সাড়ে তিন লক্ষের মতো বাড়ি করা যাবে। তার মধ্যে ২.৩১ লক্ষ বাড়ির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর ৩.৮৬ লক্ষ অনুমোদনের সাপেক্ষে ৩২ শতাংশ বাড়ি ব্যবহার করতে শুরু করেছেন উপভোক্তারা। এই পরিসংখ্যানে দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে অন্যতম নাম বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Geo Tagging Technology

আরো দেখুন