কলকাতা বিভাগে ফিরে যান

ছয় শহরের সঙ্গে রাজ্যের বিমান যোগাযোগ বন্ধ ৩১ আগস্ট পর্যন্ত

August 11, 2020 | < 1 min read

দেশের ছয় শহরের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ বন্ধ রয়েছে ১৫ আগস্ট পর্যন্ত। এই সময়সীমা আরও বাড়ানো হল। সোমবার কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য বলেন, ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। কলকাতার সঙ্গে বাংলার সব বিমানবন্দরেও তা প্রযোজ্য। করোনা সংক্রমণ রুখতে দিল্লি, মুম্বই, পুনে, চেন্নাই, নাগপুর ও আমেদাবাদের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। ওই ছয় শহরে করোনা সংক্রমণ বেশি বলে এমন সিদ্ধান্ত।

প্রথম দফায় কলকাতা বিমানবন্দরের সঙ্গে ওই ছয় শহরের বিমান যোগাযোগ বন্ধ করা হয়। কিন্তু দেখা যায় ওই ছয় শহর থেকে ঘুরপথে বাগডোগরা বিমানবন্দর হয়ে রাজ্যে এসেছেন অনেকে। তারপর বাগডোগরা বিমানবন্দরে সঙ্গেও ওই ছয় শহরের যোগাযোগ বন্ধ করা হয়েছে। তথাপি ঘুরপথে দিল্লি থেকে লখনউ হয়ে কলকাতায় এসেছেন এমন ঘটনাও ঘটেছে। পাশাপাশি রাজ্য সরকারের ঘোষিত আগস্ট মাসের লকডাউনের দিনগুলিতেও বন্ধ থাকছে যাত্রীবাহী বিমান পরিষেবা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Airport, #airport, #West Bengal

আরো দেখুন