বিনোদন বিভাগে ফিরে যান

হাসপাতালে ভর্তি পরিচালক নিশিকান্ত কামাত, অবস্থা গুরুতর

August 12, 2020 | < 1 min read

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দৃশ্যম-এর পরিচালক নিশিকান্ত কামাত। হায়দারাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় দৃশ্যম, মুম্বই মেরি জান-এর মতো সিনেমার পরিচালককে।

রিপোর্টে প্রকাশ, বেশ কয়েক বছর ধরে সিরোসিস অফ লিভার-এ ভুগছিলেন নিশিকান্ত কামাত।  চিকিতসাও চলছিল। হঠাত করেই অবস্থা বিগড়ে যেতে শুরু করায় হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয় এই পরিচালককে।

২০০৫ সালে মারাঠি সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেন নিশিকান্ত কামাত। নিশিকান্তের ডোম্বিভালি ফাস্ট নামের ওই সিনেমা ঘিরে সে বছর মারাঠি দর্শকদের মধ্যে প্রবল উতসাহ চোখে পড়ে। ডোম্বিভালি ফাস্টের জন্য ২০০৬ সালে জাতীয় পুরস্কারও পান নিশিকান্ত। এরপর ২০১৫ সালে মালায়লম সিনেমার রিমেক হিসেবে দৃশ্যম তৈরি করেন নিশিকান্ত। অজয় দেবগন, তব্বু, সিরিয়া সরণ এবং ইশিতা শেঠের ওই সিনেমা দর্শকদের নজর কাড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nishikant Kamat, #drishyam

আরো দেখুন