বিনোদন বিভাগে ফিরে যান

ত্রাতার ভূমিকায় দেব! বাংলাদেশে আটক ২৫০০ পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরানোর উদ্যোগ

August 12, 2020 | < 1 min read

বাংলার মা-মাটি-মানুষের স্বার্থে গত ৬ বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সোনার কাজ করতে গিয়ে ভিন দেশে আটকে পড়া বেশ কিছু পরিযায়ী শ্রমিককে নিজ উদ্যোগে রাজ্যে ফিরিয়ে এনেছেন তিনি। তারপর সুদূর রাশিয়ার মস্কো থেকে প্রায় ৭০ জনের বেশি ভারতীয় ছাত্রদের দেশে ফিরিয়েছেন। ফের ত্রাতার ভূমিকায় তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এবার তাঁর উদ্যোগে বাড়ি ফিরতে চলেছেন বাংলাদেশে আটকে থাকা প্রায় ২৫০০ পরিযায়ী শ্রমিক। ৬ মাস ধরে তাঁরা আটকে রয়েছেন। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে লকডাউন শুরু হওয়ায় তাঁরা আর বাড়ি ফিরতে পারেননি। তাঁদের পরিবারের লোকজন দেবের শরণাপন্ন হতেই উদ্যোগ নিলেন তিনি। 

২৫০০ জনের মধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, সবং, পিংলা, কেশপুর, বেলদা, নারায়ণগড়ের মানুষ যেমন আছেন, তেমনি মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট, আরামবাগের মানুষ রয়েছেন। তাঁরা সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করতেন। করোনা আবহে কাজ হারান। এখন বাড়ি ফিরতে চান। সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্না জানান, ঘাটাল, দাসপুর, কেশপুর, সবং, পিংলার বহু মানুষ যাঁরা সোনার কাজে, ফুলের কাজে, নির্মাণ কাজে মহারাষ্ট্র, দিল্লি, চেন্নাই, গুজরাত, বেঙ্গালুরুতে আটকেছিলেন, বাস পাঠিয়ে তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেন দেব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dev, #Bangladesh, #Migrant Labourers

আরো দেখুন