রাজ্য বিভাগে ফিরে যান

তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক পুরষ্কৃত হচ্ছেন সাতজন কর্মকর্তা

August 13, 2020 | < 1 min read

তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পুরষ্কার ২০২০ ঘোষণা করা হয়েছে আজ। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সাতজন কর্মকর্তা আজ ঘোষিত পুরষ্কারের সম্মিলিত তালিকায় স্থান পেয়েছেন। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ যে দক্ষতার সঙ্গে তদন্তের সমাধান করে চলেছে, তা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় দ্বারা প্রশংসিত হয়।

পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের পুরষ্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- ইন্সপেক্টর শ্রী সুবীর কর্মকার, ইন্সপেক্টর শ্রী বিজয় কুমার যাদব, সাব-ইন্সপেক্টর শ্রী সুপ্রিয় ব্যানার্জি, সাব-ইন্সপেক্টর শ্রী প্রদীপ পাল, মহিলা সাব-ইন্সপেক্টর শ্রীমতি বর্ণালি সরকারের সঙ্গে ইন্সপেক্টর শ্রীমতি শুক্লা সিনহা রায় এবং কলকাতা পুলিশ থেকে ইন্সপেক্টর শ্রী ডেনিস অনুপ লাকরা।

এই সাতজন কর্মকর্তা হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং মানুষ পাচারের মতো জঘন্য অপরাধগুলি খুবই দক্ষতা এবং দ্রুততার সঙ্গে তদন্ত করেছেন। রাজ্যের মানুষকে তাঁরা যেভাবে সেবা দিয়ে এসেছেন, তার জন্য পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের কাছে এমন পুরষ্কার এই পথকে আরও দৃঢ় করবে।

আমরা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ সমস্ত কর্মকর্তাদের অভিনন্দন জানাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Police, #central government, #union home minister award, #Kolkata Police

আরো দেখুন