‘আমরা ভারতমাতার সন্তান’ স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রকাশ মমতার গান
১৫ই আগস্ট ১৯৪৭। স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। দেখতে দেখতে অতিক্রান্ত ৭৩ বছর। প্রত্যেক বছর এই দিনটি উন্মাদনার সাথে পালিত হয় দেশজুড়ে।
এ বারের স্বাধীনতা দিবসে এক নতুন আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের গান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিজের ফেসবুক পেজে একটি গান তিনি প্রকাশ করেছেন। শীর্ষক ‘আমরা ভারতমাতার সন্তান’।
সম্প্রীতির বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ আমরা ভারতমাতার সন্তান, আমাদের মধ্যে নেই বিভাজন’। দেশমাতৃকাকে শ্রদ্ধা জানিয়ে এই নিবেদনে অংশগ্রহণ করেছেন জেলার শিল্পীরা। গানের বিষয়ে তিনি লিখেছেন, আমাদের দেশ মানবতার পীঠস্থান, একতার জন্মভূমি, সম্প্রীতির কর্মভূমি। এ দেশের ঐতিহ্য সর্বধর্ম সমন্বয়।
শুনুন সেই গানঃ
এ বারের স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে খুবই সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক। মুখ্যমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলনের পরে পুলিশের একটি ছোট দল জাতীয় পতাকাকে অভিবাদন জানাবে। সেখানে প্রতীকী ভাবে কয়েক জন করোনা-যোদ্ধাকে সম্মান জানাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কৃষ্টি ও সংস্কৃতির প্রতিনিধি হিসেবে থাকবে একটি ছোট বাউল দল।