স্বাধীনতা দিবসেও যৌথ কর্মসূচিতে বাম-কংগ্রেস
ইস্যু দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সংবিধান রক্ষা। আর এই অভিন্ন ইস্যুতে উভয়েরই বিরোধিতার লক্ষ্য কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তাই দুটি বিষয়ে কোনও মতানৈক্য না থাকায় স্বাধীনতা দিবসের কর্মসূচিও এবার যৌথভাবে করতে চলেছে রাজ্যের দুই বিরোধী শিবির বাম ও কংগ্রেস। বৃহস্পতিবার এব্যাপারে ফোনে দুই পক্ষের নেতৃত্বের মধ্যে আলোচনায় এই সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার ১৫ আগস্ট সকালে কলকাতাসহ বিভিন্ন জেলায় এলাকাগতভাবে বাম ও কংগ্রেস সমর্থকরা দূরত্ববিধি বজায় রেখে সংক্ষিপ্ত এক ঘণ্টার কর্মসূচি পালন করবে। বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এই যৌথ কর্মসূচিতে সায় দিয়েছেন। সেই মতো দুই শিবিরই জেলাওয়ারি তাদের সংগঠনের নেতৃত্বকে নির্দেশ পাঠিয়েছে।
আগামীদিনে রাজ্যে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে জোট রাজনীতি পাকাপোক্ত করতে এখন নানাভাবে বাম ও কংগ্রেস নেতৃত্ব পরস্পরের আরও কাছাকাছি আসার চেষ্টা করছে। সেই কারণে এবারই প্রথম স্বাধীনতা দিবসের কর্মসূচিও যৌথভাবে পালনের পথে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। জোটের ভিত মজবুত করার জন্য প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণসভাতেও উভয়পক্ষের নেতৃবৃন্দ বক্তা হিসেবে হাজির থাকবেন বলে ঠিক হয়েছে।