দেশ বিভাগে ফিরে যান

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব, জানালেন ছেলে অভিজিৎ

August 14, 2020 | 2 min read

গত চার দিন ধরে তাঁকে নিয়ে উদ্বেগে গোটা দেশ। তবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শুক্রবার টুইট করে সে কথা জানালেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।

প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে গত কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় রয়েছে দেশবাসী। কিন্তু এ দিন সকলকে আশ্বস্ত করেন অভিজিৎ মুখোপাধ্যায়। দুপুরে টুইটারে তিনি লেখেন, ‘‘৯৬ ঘণ্টার পর্যবেক্ষণের সময়কাল আজই শেষ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা (ভাইটাল প্যারামিটার্স) স্থিতিশীল এবং উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বাবা সবসময় বলতেন, ‘দেশকে আমি যতটা দিয়েছে, দেশবাসীর কাছ থেকে তার চেয়ে অনেক পেশি পেয়েছি।’ ওঁর জন্য প্রার্থনা করুন।’’

প্রণববাবুর কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন, ‘‘চিকিৎসার পরিভাষায় না গিয়ে, গত দু’দিনে আমি যতটুকু বুঝেছি তা হল, বাবার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেও পরিস্থিতির অবনতি হয়নি। বরং চোখে আলো পড়লে সাড়া দিচ্ছেন উনি।’’

শর্মিষ্ঠা আরও লেখেন, ‘‘সকলের সম্মিলিত প্রার্থনা শক্তির উপর আস্থা রয়েছে আমার। এই কঠিন সময়ে যাঁরা আমাদের পাশে রয়েছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে অনুরোধ, প্রার্থনা করে যান। ’’

গত রবিবার বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। তার জেরে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় সোমবার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। তার পর থেকেই ভেন্টিলেটরে রয়েছেন তিনি। গতকাল রাতে পরিস্থিতির আরও অবনতি হয়। গভীর কোমায় চলে যান তিনি।

তার মধ্যেই ভুয়ো খবর এবং গুজবের জেরে তিতিবিরক্ত হয়ে ওঠেন প্রণব মুখোপাধ্যায়ের পরিবার ও ঘনিষ্ঠরা। বুধবার বিকেলে এবং বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। বাংলাদেশ থেকেও প্রণববাবুর অনেক পরিচিত জন উদ্বেগ নিয়ে ফোন করতে থাকেন। অভিজিৎ ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, দু’জনেই সেইসব গুজব উড়িয়ে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pranab Mukherjee, #Sharmistha Mukherjee, #Abhijit Mukherjee

আরো দেখুন