আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

চাপে পড়ে ভিসা নীতি শিথিল করলেন ডোনাল্ড ট্রাম্প

August 14, 2020 | < 1 min read

চাপে পড়ে এইচ-১বি ভিসার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর তাতেই আমেরিকায় তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবায় কর্মরত ও কোভিড-ক্যান্সারের গবেষণায় যুক্ত ভারতীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। বুধবার মার্কিন বিদেশ দপ্তরের তরফে সংশোধিত ‘ট্রাভেল অ্যাডভাইজারি’ প্রকাশ করা হয়েছে। সেখানে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীরা যদি একই নিয়োগকর্তার কাছে একই পদে কাজ করতে চান, তাহলে তাদের এইচ-১বি এবং এল-১ ভিসা দেওয়া হবে। এছাড়া, এইচ-১বি ভিসা নিয়ে যাঁরা স্বাস্থ্য পরিষেবায় কাজ করছেন কিংবা কোভিড, ক্যান্সারের মতো মারণ রোগের গবেষণায় যুক্ত আছেন, তাঁরাও ছাড় পাবেন।

বিদেশি কর্মীদের পরিবারের সদস্যরাও এই সুবিধা পাবেন। মার্কিন বিদেশ মন্ত্রকের মতে, নয়া ভিসা নীতিতে বর্তমান কর্মীদের জায়গায় নতুন কর্মী নিতে গেলে সংস্থাগুলিতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হত। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুনে মার্কিন নাগরিকদের কাজের সুযোগ করে দিতে বিদেশি কর্মীদের ভিসায় কোপ বসিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি ছিল, বিদেশিরা সব চাকরি দখল করে নিয়েছে। তাই করোনা পরিস্থিতিতে কর্মচ্যুত আমেরিকার বাসিন্দাদের কাজের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বিভিন্ন মহলে বিতর্কের ঝড় ওঠে। সমস্যায় মুখে পড়ে বহু সংস্থা। বিপাকে পড়েন লক্ষ লক্ষ ভিনদেশি কর্মীরাও। তাঁদের একটা বড় অংশই ভারত ও চীনের নাগরিক। এর ফলে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীর অভাব দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Donald Trump, #america, #Visa Policy

আরো দেখুন