← বিবিধ বিভাগে ফিরে যান
মধ্যরাত্রে সূর্যোদয় – শুনুন নেহরুর কালজয়ী সেই ভাষণ
১৯৪৭ সালের ১৪ অগস্ট মধ্যরাতে ভারত স্বাধীনতা লাভ করেছিল। ওই দিন রাত ১২টার সময়েই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু। মাঝরাতে দেশের স্বাধীনতা লাভকে মধ্যরাত্রে সূর্যোদয়ের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। সেই মধ্যরাতে স্বাধীনতা লাভের ঐতিহ্য স্মরণ করে এখনও দেশের বহু জায়গায় ১৪ অগস্ট রাতে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয়।
সে সময় জওহরলাল নেহরু ভারতের স্বাধীনতা দিবসে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। যাকে ‘ট্রিটস উইথ ডেসটিনি’ বলেই জানা হয়। এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরুর সংসদে দেওয়া প্রথম ভাষণ। এই ধারাকে বজায় রেখে প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে পতাকা উত্তোলন করেন।
শুনুন নেহরুর সেই ঐতিহাসিক ভাষণ