প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি, সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে।
প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত। সোমবার নিজেই টুইট করে সে কথা জানিয়েছিলেন তিনি। এরপর জানা যায়, রবিবার রাতে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে তাঁর মাথায় চোট লাগে। এতে তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে বলে জানতে পারেন ডাক্তাররা। এরপরই সোমবার রাতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই তাঁর অবস্থা সংকটজনক বলে জানা যায় হাসপাতাল সূত্রে।
এদিকে, প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনায় প্রার্থনা চলছে মিরাটী গ্রামে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুস্থ থাকলে বরাবরই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রণব। রাষ্ট্রপতি ভবন ছাড়ার পরে রাজাজি মার্গের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করতেন তিনি। শনিবার গত বছরের স্বাধীনতা দিবসে তোলা ছবি টুইট করে তাঁর কন্যা শর্মিষ্ঠা লিখেছেন, ছোটবেলায় গ্রামের বাড়িতে প্রণব ও তাঁর ভাই জাতীয় পতাকা উত্তোলন করতেন। তখন থেকে কোনও বছর বাদ যায়নি। শর্মিষ্ঠা লিখেছেন, “আমি নিশ্চিত, আগামী বছরও উনি স্বাধীনতা দিবস উদ্যাপন করবেন।”