উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

হোয়াটসঅ্যাপের অর্ডারে বাড়িতে পান টাটকা সবজির ফ্রি ডেলিভারি, উদ্যোগে এফপিসি

August 17, 2020 | 2 min read

হোয়াটসঅ্যাপে তালিকা দিলেই টাটকা সবজি বাড়িতে পেঁছে যাবে। অনেকেই হয়তো ভাবছেন, এ আর নতুন কি? হ্যাঁ, নতুনই বটে। তবে এটি কোনও বহুজাতিক সংস্থার শপিং মল থেকে হোম ডেলিভারি নয়। এবার কৃষকরাই এই সবজি পেঁছে দেবেন শহর এবং শহরতলির বিভিন্ন বাড়িতে। টাটকা সবজি বাড়িতে পেঁছে দেওয়ার কাজ করবেন ফার্মার্স প্রোডিউসার কোম্পানির (এফপিসি) সদস্যরা। শুক্রবার থেকে সবজির হোম ডেলিভারি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

করোনার এই মরশুমে মানুষ যাতে বাড়িতে বসেই সঠিকমূল্যে ভালো শাকসবজি পান সে জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছেন জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় সাকের পাড়ার বিশ্বরূপ ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেডের কৃষক বন্ধুরা। ক্রেতাদের অর্ডার পেতে ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছেন উদ্যোক্তারা। প্রতিদিন সেই গ্রুপে দেওয়া হবে সবজির বাজার দর। সেই গ্রুপেই ক্রেতারা যুক্ত হয়ে বাজার দর দেখে নিজেদের চাহিদা অনুযায়ী সবজি অর্ডার দিতে পারবেন। এফপিসির সংস্থার এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষি বিপণন দপ্তর।

জলপাইগুড়ি কৃষি বিপণন দপ্তরের সহ অধিকর্তা সুব্রত দে বলেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কৃষকরা নিজেরাই এফপিসির মাধ্যমে যেভাবে শাকসবজি বাড়িতে পেঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।শাকসবজি থেকে শুরু করে খাদ্যসামগ্রী জোগাড় করতে প্রতিদিনই সাধারণ মানুষকে বাজারমুখী হতে হচ্ছে। এই পরিস্থিতিতে মানুষ যাতে বাড়িতে বসেই বাজারমূল্যে টাটকা সবজি পেতে পারেন তার জন্য উদ্যোগী হয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের এই এফপিসি। এই সংস্থার অন্যতম ডিরেক্টর শ্রীকান্ত মণ্ডল জানান, তাঁদের এই এফপিসিতে সদর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০০ জন কৃষকবন্ধু সদস্য রয়েছেন। তাঁদের উৎপাদিত জমির ফসল পৌঁছে দেওয়া হবে সাধারণ মানুষের বাড়িতে। পৌঁছে দেওয়ার জন্য বাড়তি কোনও চার্জ নেওয়া হবে না। এমনকি কিছু কিছু ক্ষেত্রে বাজার দরের থেকেও কেজিতে কম নেওয়া হতে পারে।

তিনি আরও জানান, ইতিমধ্যে কোচবিহারের একটি এফপিসি এই পদ্ধতিতে পরিষেবা দেওয়া শুরু করে বেশ সাফল্য পেয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথমে বাইকের মাধ্যমে এই সবজি বাড়িতে পৌঁছে দেবেন। পরবর্তীতে চাহিদা বাড়লে টোটো এবং গাড়ির ব্যাবস্থা করা হবে। তাঁদের দাবি, এর ফলে ওই এলাকায় কর্মসংস্থান হবে। সংস্থার অপর ডিরেক্টর কানাইলাল সরকার বলেন, আমরা সবজির গুণগত মানের সঙ্গে কোনও আপস করব না। সরাসরি জমি থেকে সবজি কেনা হবে। সেই ছবি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করব। শীতের মরশুমে জৈব সারে উৎপাদিত সবজি হোম ডেলিভারির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ারও চেষ্টা করা হবে। আপাতত ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা থাকলেও আগামীতে অনলাইনে টাকা প্রদানের ব্যাবস্থা করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#farmers, #Whatsapp

আরো দেখুন