কলকাতা বিভাগে ফিরে যান

আসছে তাসের ঘর – এই প্রথম একক অভিনয় স্বস্তিকার

August 17, 2020 | < 1 min read

আসছে নতুন বাংলা ওয়েব সিরিজ ‘ তাসের ঘর’। মুখ্যভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। প্রয়াত বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে সম্মান জানানো হয়েছে এই ওয়েব সিরিজের নামকরণের মাধ্যমে। উল্লেখ্য, প্রয়াত এই পরিচালকের বাড়ির নামও তাসের ঘর।

দীর্ঘ বিরতির পরে বাংলা ওয়েব সিরিজে মুখ্য চরিত্রেদেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রীকে। স্বস্তিকাকে শেষবার বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’- তে দেখা গেছিল। বলাই বাহুল্য অসম্ভব জনপ্রিয় হয়েছিল সেই ওয়েব সিরিজটি।

ফেরা যাক ‘ তাসের ঘর’-এর কথায়।এই ছবিতে সুজাতা নামের একজন মহিলার চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। ছবির গল্প জুড়ে থাকবে সুজাতার সংসার, সুজাতার সত্ত্বার কথা। নানা ঘটনা, টানাপোড়েনের মধ্যে দিয়ে নিজেকে নতুন করে কিভাবে চিনতে পারবে সুজাতা তাই নিয়েই এগোবে এই ছবি।

মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের একটি পোস্টারও। সাদাকালো পোস্টারে দেখা যাচ্ছে ক্যামেরার লেন্সের দিকে সরাসরি তাকিয়ে রয়েছেন স্বস্তিকা। বলাই বাহুল্য এই ঘোষণাটি শুনে আগ্রহে নড়েচড়ে বসেছে বাংলা ছবিপ্রেমী দর্শকের দল। ‘পাতাল লোক’ ও ‘বুলবুল’ এর পর ফের একবার এই ওয়েব ছবিতে দেখা যাবে স্বস্তিকাকে।

বাংলা বই প্লাটফর্ম হইচই- এ ৩ সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং শুরু হবে ‘তাসের ঘর’- এর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tasher Ghawr, #Bengali Movie, #swastika mukherjee

আরো দেখুন