দেশ বিভাগে ফিরে যান

করোনায় দেশে মৃত্যু ছাড়াল ৫০ হাজার

August 18, 2020 | 2 min read

করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রাণ হারিয়েছেন ৯৪১ জন। অর্থাৎ, প্রতি তিন মিনিটে দু’জন করে মানুষের জীবন কেড়ে নিয়েছে সার্স-কোভ-২ ভাইরাস। এ নিয়ে দেশে মোট ৫০ হাজার ৯২১ জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস। পাশাপাশি, এদিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৯৮১ জন। সেইসঙ্গে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ লক্ষ ৪৭ হাজার ৬৬৩ জন।

গত পাঁচদিনের তুলনায় নতুন সংক্রমণ একটু কমেছে। যদিও সেই সংখ্যাও আমেরিকা ও ব্রাজিলের থেকে বেশি। সোমবার সকাল আটটায় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৫৮৪ জন। অর্থাৎ, আক্রান্তের প্রায় সমপরিমাণ মানুষ সুস্থ হয়ে গিয়েছেন। গত ক’দিনে রোজই ৫০ হাজারেও বেশি মানুষ সুস্থ হচ্ছেন। মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪২ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০ জন। শতাংশের বিচারে ২৫.৫৭।

প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হলেও ভারতবাসীকে স্বস্তি দিচ্ছে সুস্থতা ও মৃত্যুহার। প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। এদিন সুস্থতার হার বেড়ে হয়েছে ৭২.৫১ শতাংশ। অর্থাৎ, ১০০ জন করোনা রোগীর মধ্যে ৭২ জনেরও বেশি সুস্থ হয়ে উঠছেন। পাশাপাশি, পাল্লা দিয়ে কমছে মৃত্যুহারও। এই মুহূর্তে দেশে মৃত্যু হার ১.৯২ শতাংশ। এদিকে, আগস্টের গোড়া থেকেই দেশে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ছে। গত তিন দিন আট লক্ষের বেশি জনের পরীক্ষা হয়ছিল। এদিন তা কমে ৭ লক্ষ ৩১ হাজার ৬৯৭ হলেও মোট নমুনা পরীক্ষার তিন কোটি ছাড়িয়ে গিয়েছে।

দেশে আক্রান্ত ও মৃত্যুর নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের তালিকায় এরপর রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। মৃত্যুর বিচারে মহারাষ্ট্রের পরে রয়েছে তামিলনাড়ু। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। বৃহন্মুম্বই পুরসভার তথ্য বলছে, গত সপ্তাহে সংক্রমণের হার দ্রুত গতিতে বেড়েছে। গত ৮ আগস্ট দেশের বাণিজ্যিক রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৯ দিনে দ্বিগুণ হতো। সেখানে গত শনিবার তা কমে হয়েছে ৮৩ দিন। অর্থাৎ, মুম্বইয়ে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। করোনা সংক্রমণ মোকাবিলায় আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে বিহার সরকার। সোমবার স্বরাষ্ট্র দপ্তর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

এদিকে, প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর উদ্বেগ বাড়িয়ে শারদ পাওয়ারের মুম্বইয়ের বাসভবনের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে, এনসিপি সুপ্রিমোর রিপোর্ট নেগেটিভ এসেছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে সোমবার এ কথা জানিয়েছে। সেইসঙ্গে আগামী কয়েকদিন পাওয়ারকে রাজ্যের বাইরে যেতে নিষেধ করেছেন তিনি। অন্যদিকে, এদিনই করোনায় আক্রান্ত হয়েছেন ওড়িশার গ্রামোন্নয়নমন্ত্রী সুশান্ত সিং। ট্যুইট করে নিজেই এ কথা জানিয়েছেন তিনি। করোনাকালে এই প্রথম ওড়িশার কোনও মন্ত্রী মারণ ভাইরাসের আক্রান্ত হলেন।

নয়াদিল্লির ডিফেন্স কলোনিতে করোনা পরীক্ষার জন্য অপেক্ষা।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Corona Death, #India Fight with Corona

আরো দেখুন