হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রী হতে চান তথাগত, বিড়ম্বনায় দিলীপ! বিভক্ত বঙ্গ বিজেপি

August 18, 2020 | 2 min read

গেরুয়া শিবিরে নতুন সমীকরণের জল্পনা উসকে দিয়েছেন তথাগত রায়। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাজ্যপালের সাংবিধানিক পদ ছেড়ে ফের সক্রিয় রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তাতেই বঙ্গ বিজেপির মুখ হিসেবে তাঁর উত্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এবার সেই সম্ভাবনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপি এই সম্ভাবনায় দু-ভাগ।

তথাগত রায়ের সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছাপ্রকাশ নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হতেই কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা স্বাগত জানিয়েছিলেন তাঁর এই বার্তাকে। কিন্তু বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সুচতুরভাবে প্রশ্নটা এড়িয়ে গেলেও প্রাকারান্তরে অনীহা প্রকাশ করলেন। বুঝিয়ে দিলেন তাঁর অবস্থান।

মঙ্গলবার জলপাইগুড়িতে এক অনুষ্ঠানে গিয়ে দিলীপ ঘোষ এই প্রশ্নের মুখে পড়েছিলেন। তিনি প্রশ্ন এড়িয়ে বলেন, এটা আমার বিচার্য বিষয় নয়। এ বিষয়টি পার্টি বুঝবে। তবে তাঁর এই উত্তর নিয়েই জল্পনা তৈরি হয়েছে যে, তিনি প্রশ্ন এড়ি্য়ে গিয়ে কী বোঝাতে চাইলেন। তাঁর অনীহা প্রকাশ করলেন এ বিষয়ে।

রাজ্য রাজনীতিতে উভয়ের অবস্থান বিপরীত মেরুতে। স্বভাবতই তথাগত রায় ফের সক্রিয় রাজনীতিতে এলে দিলীপ ঘোষ চাপে পড়তে বাধ্য। তাঁকে যদি বিজেপি মুখ্যমন্ত্রী মুখ করতে চায় আসন্ন নির্বাচনে, তবে বিজেপি শিবিরে লড়াই বাড়বেই। এমনিতেই বঙ্গ বিজেপিতে দুই বা ততোধিক গোষ্ঠী হয়ে রয়েছে। তথাগত এলে সেই লড়াই যে আরও কঠিন হবে, তা বলাই যায়।

তথাগত তাঁর সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছাপ্রকাশের পাশাপাশি তাঁর বক্তব্যে বুঝিয়ে দিয়েছিলেন, বঙ্গ বিজেপি সঠিক পথে চলছে না। বড্ড বেশি ধর্মীয় তাস খেলা হচ্ছে। গোমুত্রে কোরনা সারবে, দুধে সোনা মিলবে- এই প্রকাশের রাজনীতি বাংলায় চলে না। তাঁর এই ধরনের ভাষ্য যে দিলীপ ঘোষ ভালোভাবে নেননি, তা বুঝিয়ে দিলেন প্রশ্ন এড়িয়ে।

তথাগতের মতো ব্যক্তিত্ব সামনে এলে তাঁকে যদি কেন্দ্রীয় বিজেপি রাজ্যের মুখ করে দেয়, তা ভালোভাবে নেবেন না দিলীপ। দ্বৈরথ তো বাধবেই!

TwitterFacebookWhatsAppEmailShare

#tathagata roy, #West Bengal, #dilip ghosh

আরো দেখুন