প্ল্যাটফর্ম টিকিটের দাম ৩টাকা থেকে ৫০ টাকা! দিগ্বিজয়ের ট্যুইটে উত্তাল রাজনীতি
কংগ্রেস আমলে প্ল্যাটফর্ম টিকিটের দাম ছিল মাথাপিছু তিন টাকা। বিজেপি জমানায় তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকায়। মঙ্গলবার ট্যুইটারে পুনে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের ছবি পোস্ট করে এই অভিযোগ তোলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। পাশাপাশি ২০১১ সালের ১৪ ডিসেম্বরের ওই একই স্টেশনের তিন টাকার প্ল্যাটফর্ম টিকিটের ছবিও তিনি তুলে ধরেন। আর তা নিয়েই সকালে শুরু হয় প্রবল রাজনৈতিক তরজা। বিতর্কের জেরে পাল্টা বিবৃতি দেয় রেলমন্ত্রক। জানানো হয়, করোনা পরিস্থিতিতে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে। যাতে সামাজিক দূরত্ববিধি বজায় থাকে এবং দেশজুড়ে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে না পড়ে। একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের প্ল্যাটফর্ম টিকিটের দাম কমানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে মন্ত্রক।
যাবতীয় বিতর্ক এড়াতে আলাদা করে বিবৃতি দিয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান ভি কে যাদবও। তিনি বলেছেন, ‘স্থানীয় স্তরে এহেন সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের (ডিআরএম) উদ্দেশে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে বিশ্বব্যাপী মহামারীর সময়ে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে বিভিন্ন স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই সিদ্ধান্ত বিবেচনা করে দেখা হবে।’ ভারতে করোনা ভাইরাস যখন ধীরে ধীরে থাবা বসাচ্ছে, সেই মার্চ মাসেই রেলবোর্ড ভিড় আটকাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর কথা জানিয়েছিল। তবে দামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজাররাই। সেইমতোই সম্প্রতি পুনে জংশন স্টেশন প্ল্যাটফর্ম টিকিটের মূল্য মাথাপিছু ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করে দিয়েছে। প্ল্যাটফর্ম টিকিটের মূল্য একধাক্কায় পাঁচগুণ বৃদ্ধি করে দেওয়ার বিষয়টি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বিষয়টি নিয়ে ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনস ডেভেলপমেন্ট কর্পোরেশনের (আইআরএসডিসি) এমডি-সিইও সঞ্জীব কুমার বলেছেন, ‘প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করার মধ্যে কোনও বিতর্কের ব্যাপার নেই। বর্তমান পরিস্থিতিতে সচেতনতা না থাকা মানুষেরা যাতে অযথা রেল স্টেশনে ভিড় না জমান, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, ‘অতীতে উৎসবের মরশুমে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য এরকম সিদ্ধান্ত আমরা নিয়েছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখনও পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির প্রস্তাব ডিআরএমদের কাছ থেকে আসেনি।’