ফের অর্জুনের বাড়িতে তল্লাশি পুলিশের
বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বাড়িতে ফের হানা দিল পুলিশ। বারাকপুরের সাংসদের বাড়ি মজদুর ভবনের পাশাপাশি অর্জুনের ভাইপো পাপ্পু সিং-এর বাড়িতেও হানা দেয় বারাকপুর কমিশনারেটের পুলিশ। ভাটপাড়া সমবার ব্যাংক ও ভাটপাড়া পুরসভায় আর্থিক দুর্নীতি মামলায় পুলিশ এর আগেও তল্লাশি চালিয়েছে অর্জুনের বাড়িতে।
অভিযোগ, ভাটপাড়া পুরসভা ও ভাটপাড়া সমবায় ব্যাংকের থেকে অর্জুন সিং-এর নানা আত্মীয়ের অ্যাকাউন্টে ও বিভিন্ন কোম্পানিতে ১০০ কোটির বেশি টাকা ট্রান্সফার করা হয়েছে। এই মামলার তদন্তেই বুধবার বেলা একটা নাগাদ অর্জুন সিং-এর মজদুর ভবনে হানা দেয় বারাকপুরের এসিপি অজয় ঠাকুরের নেতৃত্বে বিরাট বাহিনী। সেই দলে বারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশকর্তা ছিলেন। হাইকোর্টের নির্দেশেই তল্লাশি চালানো হয়েছে বলে দাবি পুলিশের। তবে অর্জুনের অভিযোগ, কোনও রকম কাগজপত্র ছাড়াই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়, বাড়ির তালা ভাঙা হয়।
এর আগেও বিজেপি সাংসদ ও তাঁর ভাইপো পাপ্পু সিং-এর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। গত কয়েকমাস ধরেই পুলিশের সঙ্গে টানাপোড়েন চলছে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অর্জুনের। পুলিশ সমবায় ব্যাংকের দুর্নীতি মামলায় অর্জুনের ভাইপোর বিরুদ্ধে আগেই নোটিশ পাঠিয়েছে। ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাঙ্কের দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অর্জুনের ভাইপো পাপ্পু সিং।
এ মাসের ৬ তারিখেও পুলিশ আসে সিংয়ের বাড়িতে গিয়েছিল। সেই সময়ে পুলিশ দাবি করে, এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় তারা জানতে পেরেছে অভিযুক্তের এক সঙ্গী অর্জুনের বাড়িতেই থাকে। সেই কারণেই তারা মজদুর ভবন তল্লাশি করতে দিয়েছে। তবে পুলিশ কোনও সার্চ ওয়ারেন্ট দেখাতে পারেনি সে বার। ভাটপাড়ার বিধায়ক পবন সিং অভিযোগ করেন, তাঁর বাবা
বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর আগে বহুবার অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে পুরোপুরি চক্রান্ত চলছে। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ বেআইনি। আমি বলেছি, সার্চ ওয়ারেন্ট আনতে। কিন্তু ওরা তা নিয়ে আসবে না। এখানে জোর করে ঢুকে কিছু অস্ত্র রেখে দেবে। এ ভাবে আমাদের হেনস্থা করার চেষ্টা করছে ওরা। আর ওরা এমন একটা সময় বেছে নিচ্ছে যখন আমি থাকছি না। আমি বুঝতে পারছি না এই মহামারীর সময়ে কোনও রকম কোভিড টেস্টের রিপোর্ট ছাড়া কী ভাবে আমাদের বাড়িতে এত লোক ঢুকতে চাইছে।’ তাঁর অভিযোগ, এলাকার লোকের সঙ্গে ঝামেলা করার জন্য ও ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আঘাত হানতেই পুলিশ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে।