৩৫০টি বাজারে করোনা পরীক্ষার উদ্যোগ কলকাতা পুরসভার
শহরের বাজারে এবার করোনা পরীক্ষা করাতে তৎপর কলকাতা পুরসভা। সরকারি অর্থাৎ পুর বাজারের পাশাপাশি বেসরকারি বাজারগুলিতেও হবে সোয়াব কিংবা অ্যান্টিজেন টেস্ট। সব দোকানদার এবং কর্মচারীদের টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার পুরভবনে এক বৈঠক তেমনটাই সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে দোকানের কর্মচারীদের অনেকদিন ধরেই এই পরীক্ষার দাবি ছিল। বিশেষ করে পুর বাজারে বিক্রেতাদের করোনা টেস্ট না হওয়ার কারণে কিছুটা অসন্তোষও ছিল। কিন্তু পরিকাঠামোগত সমস্যার জন্য তা এতদিন করে ওঠা যায়নি বলে পুরসভা সূত্রে খবর। বর্তমানে সেই সমস্যা দূর করে এবার শহরের সরকারি এবং বেসরকারি প্রায় ৩৫০ বাজারে পরীক্ষা করাতে উদ্যোগী কর্তৃপক্ষ। এদিন পুর-কমিশনার বিনোদ কুমারের নেতৃত্বে স্বাস্থ্যবিভাগ এবং বাজার বিভাগকে সঙ্গে নিয়ে একটি বৈঠক হয়। পুরসভার বাজার সংগঠনের বাইরে বিভিন্ন বেসরকারি বাজার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাজার সংগঠনগুলিকে ব্যবসায়ী এবং কর্মচারীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। তালিকা তৈরির পর সেটা জমা দিলে সেই হিসেবে বিভিন্ন মার্কেটে করোনা টেস্ট শুরু করা হবে। যেখানে শীততাপ নিয়ন্ত্রিত ঘর পাওয়া যাবে, সেই সব মার্কেটে করা হবে অ্যান্টিজেন টেস্ট। তা না হলে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে হবে সোয়াব টেস্ট। কেউ পজিটিভ হলে যদি সেই ব্যক্তি উপসর্গহীন বা স্বল্প উপসর্গ যুক্ত হন, তাহলে তাঁকে হোম আইসোলেশনে থাকার সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি বাড়িতে থাকার মতো পরিকাঠামো না থাকে তাহলে, তাঁকে সরকারি সেফ হোমে পাঠানো হবে। গুরুতর অসুস্থ থাকলে পাঠানো হবে হাসপাতালে।
কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাজার কমিটিগুলি। তবে, দোকানদার বা কর্মচারীরা এই টেস্টের জন্য কতটা আগ্রহ দেখাবেন, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে সংগঠন। নিউ মার্কেট সংগঠনের এক কর্তার আক্ষেপ, সম্প্রতি রক্সি সিনেমা হলে পুরসভার তরফে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বহু বার বলেও আতঙ্কের জন্য সেখানে কাউকে পাঠানো যায়নি। তবে ব্যবসায়ী এবং দোকানদারদের টেস্ট করানোর জন্য সচেতন করার প্রয়াস চালানো হবে বলে জানিয়েছেন তিনি।