মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ধূপগুড়ির তানিয়া
মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পৌঁছেছেন ধূপগুড়ির গৃহবধূ তানিয়া সরকার। তিনি ধূপগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লির বাসিন্দা। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র তানিয়া সরকারই ফাইনাল রাউন্ডে গিয়েছেন। আগামী ১২ সেপ্টেম্বর রাজস্থানের জয়সালমীরে ফাইনাল প্রতিযোগিতাটি হতে পারে। তবে করোনার পরিস্থিতি জেরে তারিখ পরিবর্তন হতে পারে বলে তানিয়া সরকার জানিয়েছেন।
তানিয়াদেবী ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা। তাঁর পাঁচবছরের একটি মেয়ে রয়েছে। স্বামী বিভাস সরকারও চাকরি করেন। এই রাজ্য থেকে একমাত্র তিনি প্রতিযোগিতার অন্তিম পর্যায়ে গিয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসে অনলাইনের মাধ্যমে ওই প্রতিযোগিতার খবর পান। সেই সময় মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতার জন্য ফর্ম ফিলআপ করেন। এরপর সিলেকশনের জন্য কলকাতায় যান। প্রায় ১৪ হাজার প্রতিযোগী এ রাজ্য থেকে অংশ নিয়েছিলেন। একমাত্র তিনিই শেষ ৩০’এ পৌঁছেছেন। তিনি বলেন, আমি ধূপগুড়ির নাম উজ্জ্বল করতে চাই। পরিবারের পূর্ণাঙ্গ সহযোগিতায় আজ এতদূর পৌঁছতে পেরেছি।