দেশ বিভাগে ফিরে যান

গ্লাভস-মাস্ক পরে আসতে হবে বুথে, একাধিক নির্দেশিকা নির্বাচন কমিশনের

August 21, 2020 | 2 min read

করোনা সংক্রমণের এই সময়ে কীভাবে ভোটগ্রহণ! এনিয়ে বিতর্ক ছিলই। অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের প্রথমে বিহার বিধানসভায় ভোটগ্রহণ। সেকথা মাথায় রেখেই ভোটদাতা ও ভোটকর্মীদের জন্য নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এই গাইডলাইন আসন্ন সব বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনের জন্য প্রযোজ্য হবে। বিহার বিধানসভা নির্বাচনে তার প্রথম লাগু হচ্ছে। কী রয়েছে ওই নির্দেশিকায়?

ভোটদাতা ও ভোটকর্মী

  • ইভিএম-এ ভোট দেওয়ার আগে ভোটদাতাদের গ্লাভস দেওয়া হবে। ইভিএম যারা দেখভাল করবেন সেই ভোটকর্মীদেরও পর্যাপ্ত গ্লাভস দেওয়া হবে।
  • দেওয়া হবে মাস্ক ও হ্যান্ড স্য়ানিটাইজার।
  • ভোটারদের চিহ্নিত করার জন্য ভোটদাতাকে বুথে মাস্ক নামিয়ে নিজের মুখ দেখাতে হবে।
  • প্রতিটি ভোটদাতাকে পরীক্ষা করার জন্য থাকবে থার্মাল স্ক্যানার। বুথে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হবে।
  • ভোট কেন্দ্রে ১ হাজারের বেশি ভোটদাতা থাকতে পারবেন না।
  • প্রতিটি বুথে ঢোকার মুখে থাকবে থার্মাল স্ক্যানার।
  • ভোটগ্রহণের আগের দিন বুথ স্যানিটাইজড করা হবে।
  • ভোটারদের টোকেন দেওয়ার জন্য থাকবে হেলফ ডেস্ক।
  • ভোটগ্রহণের জন্য বড় হল নেওয়ার ওপরে জোর দেওয়া হবে।
  • কোনও ভোটকর্মীর দেহের তাপমাত্রা যদি নির্দিষ্ট মাত্রার বেশি থাকে তাহলে তার পরিবর্তে অন্যজনকে ডেকে নেওয়া হবে।
  • আগের নির্বাচনের থেকে অনেক বেশি ভোটকর্মী নিয়োগ করা হবে।
  • প্রত্যেক ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীকে দেওয়া হবে ফেস মাস্ক, স্যানিটাইজার, ফেস সিলড ও গ্লাভস। যেখানে প্রয়োজন হবে সেখানে পোলিং অফিসারকে পিপিই কিটও দেওয়া হবে।

মনোনয়নপত্র দাখিল ও প্রচারের নির্দেশিকা

  • মনোনয়নপত্র করতে হবে অনলাইনে। অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রার্থীদের টাকা জমা দিতে হবে।
  • জনসভা ও রোড শো করা যাবে তবে তা করতে হবে করোনা গাইডলাইন মেনে।
  • রোড শো বা জনসভার ক্ষেত্রে কেন্দ্রের গাইডলাইন মানা হচ্ছে কিনা তা নজরে রাখবেন জেলা নির্বাচন আধিকারিক।
  • পাঁচ জনের বেশি বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে পারবেন না।

করোনা রোগী ভোট দেবেন কীভাবে

  • করোনা আক্রান্ত রোগী ভোট দেবেন পোস্টাল ব্যালটে।
  • কোয়ারেন্টিনে থাকা লোকজন দিনের শেষ ভোট দিতে পারবেন। স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে তারা ভোট দেবেন।
  • যারা কনটেনমেন্ট জোনে থাকেন তাদের জন্য পৃথক নির্দেশিকা জারি করবে নির্বাচন কমিশন।

ভোটগণনা

  • ভোট গণনার সময়ে কোনও হল ৭টির বেশি টেবিল থাকবে না।
  • গণনার আগে ইভিএম ও ভিভিপ্যাট স্যানিটাইজ করা হবে।
TwitterFacebookWhatsAppEmailShare

#Bihar Assembly Elections 2020, #EC, #covid-19

আরো দেখুন