দেশ বিভাগে ফিরে যান

গভীর কোমায় আচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি

August 22, 2020 | < 1 min read

 কোনও পরিবর্তন নেই। একইরকম আছেন প্রণব মুখোপাধ্যায়। কোমায় আচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি। বিবৃতি জারি করে জানাল দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আজ সকালে একইরকম। তিনি গভীর কোমায় আচ্ছন্ন। তাঁর শ্বাসপ্রশ্বাস জনিত সংক্রমণের চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা এমনিতে স্থিতিশীল আছে (vital parameters are stable)। তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।

প্রসঙ্গত, অন্য একটি দরকারে হাসপাতালে গিয়ে প্রণব মুখোপাধ্যায় জানতে পারেন যে তিনি করোনা আক্রান্ত। তাঁর শরীরেও কোভিড-১৯-এর সংক্রমণ হয়েছে। নিজে করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানান দেশবাসীকে। এরপর সেদিনই হাসপাতালে ভর্তি হন তিনি।

পরে সেদিন রাতেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তাঁর মস্তিষ্কের এক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল। অস্ত্রোপচার করে সেই রক্ত বের করে দেওয়া হয়। তারপর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন প্রবীণ নেতা। প্রথম কিছুদিন বেশ সংকটজনক ছিল তাঁর শারীরিক পরিস্থিতি। পরে সেই সঙ্কট কাটলেও, কোমাচ্ছন্ন অবস্থাতেই আছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pranab Mukherjee

আরো দেখুন