দেশ বিভাগে ফিরে যান

ছাত্রদের বিরোধিতা সত্ত্বেও অনমনীয় কেন্দ্র, নির্ধারিত তারিখেই হবে NEET

August 22, 2020 | 2 min read

ছবি: প্রতীকী

দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে ফের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) ও NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) স্থগিত হয়ে যাওয়ার যে জল্পনা শুরু হয়েছিল তার অবসান ঘটল ৷ পিছোচ্ছে না NEET, JEE Main পরীক্ষা ৷ শিক্ষামন্ত্রকের তরফে কেন্দ্রীয় এডুকেশন সেক্রেটারি অমিত খাড়ে সমস্ত জল্পনার ইতি ঘটিয়ে জানিয়েছেন পূর্ব নির্ধারিত তারিখেই হবে পরীক্ষা ৷
দু’বার পিছিয়ে যাওয়ার পর বর্তমানে যে নয়া পরীক্ষাসূচি দিয়েছে কেন্দ্র, সেই অনুযায়ী ১ থেকে ৬ সেপ্টেম্বর JEE Main এবং ১৩ সেপ্টেম্বর NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষার আয়োজন করা হবে ৷

উল্লেখ্য, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা করোনা ভাইরাসের জেরে পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল৷ সেই মামলাতেই করোনা পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) ও NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) রদ করে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে বেঞ্চ জানায়, COVID-19 অতিমারির বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনায় রয়েছে৷ কিন্তু তা বলে ছাত্র-ছাত্রীদের একটা গোটা বছর নষ্ট হতে দেওয়া ঠিক নয়৷ এটা তাঁদের কেরিয়ারের জন্য খারাপ৷
কিছুদিনের মধ্যেই নিট এর অ্যাডমিট কার্ড জারি করা হবে বলে খবর ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক নোটিস জারি করে অ্যাডমিট কার্ড ইস্যু করার কথা জানিয়েছে ৷ সাধারণত পরীক্ষার ১৫ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয় ৷
এদিন হঠাৎই পরীক্ষা ফের স্থগিত হয়ে যাওয়ার জল্পনা তৈরি হয় বিজেপি সাংসদ সুব্রহ্মম স্বামীর একটি ট্যুইটে ৷ সাংসদের বক্তব্যে মনে হয় তৃতীয়বারের জন্য ফের স্থগিত হতে পারে এই দুই সর্বভারতীয় পরীক্ষা ৷ ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার কথাও বলেন সুব্রহ্মম স্বামী ৷

টাইমস নাউ-এর একটি রিপোর্টে বলা হয়েছে, ট্যুইট করে সুব্রহ্মম স্বামী বলেছেন NEET এবং জি মেইন পরীক্ষা নিয়ে সিদ্ধান্তের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক চলছে ৷ বিজেপি সাংসদের মত অনুসারে চলতি বছর দিওয়ালির পর এই পরীক্ষাগুলি নেওয়া যেতে পারে ৷ সে বিষয়ে তিনি শিক্ষামন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়ালের কাছে সুপারিশও করেন ৷ তারপরই পরীক্ষা হওয়া নিয়ে ফের পরীক্ষার্থীদের মনে প্রশ্ন তৈরি হয় ৷ কিন্তু সে সমস্ত জল্পনা সরিয়ে শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের বিধি মেনেই হবে নির্ধারিত দিনে হবে NEET, JEE Main ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#examination, #Neet, #jee, #rpnishank, #covid19

আরো দেখুন