দেশ বিভাগে ফিরে যান

কেউ ভারত সরকারকে বিশ্বাস করে না: ফারুক আবদুল্লা

August 22, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ BBC.com

“কেউ ভারত সরকারকে বিশ্বাস করে না। এমন কোনও দিন যায়নি যখন ওরা মিথ্যা বলে নি,” এভাবেই কেন্দ্রকে দুষলেন প্রবীণ রাজনীতিবিদ ফারুক আবদুল্লা। একবছর আগে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। কেন্দ্রের সেই সিদ্ধান্তে বিতর্ক হয়েছে বিস্তর। তারপর থেকে টানা গৃহবন্দি ছিলেন সে রাজ্যের রাজনৈতিক কর্মীরা। এই তালিকাভুক্ত জম্মুও কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি। প্রথম দুই জন চলতি বছরের প্রথমে মুক্তি পেলেও এখনও গৃহবন্দি মেহবুবা মুফতি। এই পরিবেশে শুক্রবার প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন ফারুক আবদুল্লা।

তিনি বলেছেন, “এটা গান্ধির ভারত নয়। দিন কয়েক আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললাম। ওকে প্রশ্ন করলাম এত বাহিনী মোতায়েন কেন হচ্ছে? পর্যটকদের কেন রাজ্য ছাড়তে বলা হয়েছে? অমরনাথ যাত্রা কেন বন্ধ করা হলো? তাহলে কি আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যাচ্ছি? তখন এবিষয়ে কোনও ইঙ্গিত দেননি প্রধানমন্ত্রী।”
প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রবীণ এই রাজনীতিবিদের বার্তা, “আপনি আরও একটু স্বচ্ছ হন। সত্যির মুখোমুখি হতে শিখুন। উনি নিজেও জানেন যেটা করছেন, সেটা ঠিক না!”

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Kashmir, #Farooq Abdullah, #govt of India

আরো দেখুন