রাজগঞ্জে কিশোরীকে গণধর্ষণ করে খুন, গ্রেপ্তার ৩
এক কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। এদিকে, শুক্রবার মৃত কিশোরীর বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং তৃণমূলের এসসি-এসটি-ওবিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাস।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ অগাস্ট সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। তার সন্ধান না মেলায় অবশেষে পরিবারের তরফে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে সিআই দীপোজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। অবশেষে ঘটনার কিনারা করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, প্রথমে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। পুলিশের জেরায় ঘটনাটি স্বীকার করে তারা জানায়, তারা মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে এবং গত ১৫ অগাস্ট তাকে খুন করে এক ব্যক্তির সেপটিক ট্যাংকে ফেলে দেয়। বৃহস্পতিবার রাতে অভিযুক্তদের নিয়ে প্রধানপাড়ার এক ব্যক্তির সেপটিক ট্যাংক থেকে মেয়েটির দেহ উদ্ধার করে পুলিশ। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।