রাজ্য বিভাগে ফিরে যান

কৃষক বন্ধু প্রকল্পে সাড়ে ন’হাজার পরিবারকে ২ লাখ করে সাহায্য

August 24, 2020 | < 1 min read


লকডাউনের মধ্যেও কৃষকদের পাশে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে বাংলা।

বাংলায় কৃষক বন্ধু প্রকল্পে সাড়ে ন’হাজার পরিবারকে ২ লাখ করে সাহায্য।

যে সমস্ত কৃষক ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা যান,তাঁদের পরিবারকে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতায় দু’লাখ টাকা করে তুলে দেওয়া হয়েছে।

বাংলায় এবছর মে মাস পর্যন্ত ৯ হাজার ৪৯৫ জন কৃষক পরিবার ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতায় এই সাহায্য পেয়েছেন।

শুধু যে মৃত কৃষকের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে তা নয়, বছরে পাঁচ হাজার টাকা পর্যন্ত অনুদানও দেওয়া হয়েছে ৪৩ লাখ কৃষক পরিবারকে।

পাশাপাশি যে সমস্ত কৃষক বয়সের কারণে কর্মহীন হয়ে পড়েছেন, তাঁদের পেনশন মাসে ৭৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে,এখনও পর্যন্ত এক লাখ কৃষককে এই পেনশন দেওয়া হয়েছে।

এটি বাংলাতে বড় সাফল্য।




TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Krishak Bondhu Prokolpo

আরো দেখুন