দেশ বিভাগে ফিরে যান

আজ পদ ছাড়তে পারেন সোনিয়া, জল্পনা তুঙ্গে

August 24, 2020 | < 1 min read

তবে কি আজ কংগ্রেস সভানেত্রীর পদ থেকে ইস্তফা দেবেন সোনিয়া গান্ধী? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। আজ দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের কমিটি সিডব্লুসির বৈঠক ডেকেছেন তিনি। সেখানেই সোনিয়া সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতে পারেন বলেই এআইসিসির বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। বৈঠকেই ঠিক হবে কাকে দেওয়া হবে ‘প্রভিশনাল প্রেসিডেন্টে’র দায়িত্ব। কারণ, এখনই কোনও সভাপতি পদের নির্বাচন হবে না। তা হবে ২০২২ সালে।

দলের একাংশ রাহুল গান্ধীকে ফের দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করলেও তিনি কোনওভাবেই রাজি হচ্ছেন না। রাজি নন প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি এখনই উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছেড়ে দিতে চান না। তাই শেষমেষ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। তাঁর জায়গায় রাজস্থানে মুখ্যমন্ত্রী করা হতে পারে সি পি যোশিকে। তিনি এখন রাজস্থান বিধানসভার স্পিকার।

সোনিয়া গান্ধীর শরীর ভালো নেই। তাই ইদানিং দলের কর্মসূচি, সাংগঠনিক অবস্থা নিয়ে কংগ্রেসের অন্দরেই টানাপোড়েন শুরু হয়েছে।

সোনিয়া গান্ধীকে কেউ কেউ চিঠিও লিখেছেন বলে খবর। সোনিয়া গান্ধীও ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, তিনি সরতে চান। অন্য কেউ দায়িত্ব নিন। অন্যদিকে, বর্তমান পরিস্থিতিতে জয়েন্ট এবং নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন রাহুল গান্ধী। এ ব্যাপারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Soniya Gandhi

আরো দেখুন