নিয়মের তোয়াক্কা না করে দিল্লির ভোটার তালিকা পুলিশকে দিয়েছিল নির্বাচন কমিশন?
নিয়মের তোয়াক্কা না করে ছবিসহ ভোটার তালিকা বেআইনিভাবে দিল্লি পুলিশকে দিয়েছিল নির্বাচন কমিশন? এমনই গুরুতর অভিযোগ উঠছে নির্বাচনের কমিশনের বিরুদ্ধে।
ফেব্রুয়ারী মাসে দিল্লি দাঙ্গার পর শাহীনবাগ আন্দোলনে অংশগ্রহণকারীদের চিহ্নিতকরণের জন্যই ভোটার তালিকা হস্তান্তর করা হয় পুলিশের হাতে। আরটিআই কর্মী সাকেত গোখলে টুইট করে এই দাবি করেছেন।
১২ই মার্চের একটি নির্দেশনামার ছবি টুইট করে তিনি বলেছেন, নির্বাচন কমিশনের নিয়মানুসারে ছবিসহ ভোটার তালিকা পুলিশকে দেওয়া যেতে পারে না। কিন্তু নির্বাচন কমিশন সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ছবিসহ ভোটার তালিকা পুলিশকে তুলে দেয়। যার ফলে সেই এলাকার সংখ্যালঘুদের সনাক্ত করা পুলিশের পক্ষে খুবই সহজ হয়ে যায়। ফলস্বরূপ, দিল্লি পুলিশ অন্যায় ভাবে, নির্বিচারে নিরপরাধ মুসলিম যুবকদের তুলে নিয়ে যায়।
এর আগেও বিতর্কে জড়িয়েছে নির্বাচন কমিশন। মহারাষ্ট্রের রাজ্য নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির সাহায্য নিয়েছে, উঠেছিল এমন অভিযোগ। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কমিশনকে।