৯ জেলার পরিস্থিতি নিয়ে আজ ও কাল ‘ভার্চুয়াল’ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
সচল করতে হবে অর্থনীতি। উন্নয়নমূলক প্রকল্পের কাজেও আরও গতি চাই। করোনা আবহে সেই বার্তা দিতে সোম ও মঙ্গলবার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা পর্বটি হবে ‘ভার্চুয়াল’ অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে। নবান্ন সভাঘর থেকে দু’দিনে পর্যায়ক্রমে দক্ষিণবঙ্গের ন’টি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন মমতা। প্রধান ২০টি সরকারি দপ্তরের যাবতীয় কাজকর্মের পর্যালোচনা হবে ওই বৈঠকে। উপস্থিত থাকবেন জেলা সভাধিপতি, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, পুলিস সুপার, পুলিস কমিশনার, অতিরিক্ত পুলিস সুপার, এসডিপিও, আইসি এবং ওসিরা। পুলিস সুপার সহ জেলাস্তরের সব প্রশাসনিক আধিকারিক।
প্রসঙ্গত, লকডাউনের আগে মুখ্যমন্ত্রী ৪ মার্চ মালদহে শেষ প্রশাসনিক বৈঠক করেছিলেন। তারপর এ ধরনের বৈঠক আর করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, সোমবারের বৈঠকে অংশ নেবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলা। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পারফরম্যান্স পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি, কৃষি বিপণন, স্বাস্থ্য, পূর্ত, জনস্বাস্থ্য, প্রাণিসম্পদ, আদিবাসী উন্নয়ন, ভূমি ও ভূমি সংস্কার, সেচ, বিদ্যুৎ এবং পুর ও নগরোন্নয়ন সহ ২০টি দপ্তরের জেলার প্রধান আধিকারিকরা বৈঠকে থাকবেন।