ঘুরে আসুন পাহাড়ের কোলে রংবুল থেকে
বেড়াতে যেতে কার না ভালো লাগে! ছুটি পেলেই মনটা বাইরে যাওয়ার জন্যে আনচান করে। কেউ সমুদ্র ভালবাসেন। কেউ আবার মরুভূমিতে বেড়াতে যেতে আগ্রহী। পাহাড়েও বেড়াতে যেতে পছন্দ করেন অনেকে।
আগামী ছুটিতে আপনার গন্তব্য হতে পারে দার্জিলিঙের রংবুল। যারা অফবিট ভ্রমণ ভালোবাসেন তাদের জন্য রংবুল হতে পারে সেরা ঠিকানা। এখানে বেড়াতে গেলে মনে আসবে এক আলাদা প্রশান্তি। দার্জিলিঙের ঘুম থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ছোট্ট পাহাড়ি গ্রাম রংবুল। সারা বছরই এখানে পর্যটকরা বেড়াতে আসেন প্রাকৃতিক সৌন্দর্যের টানে।
একটু নির্জনতা চান; বারান্দায় বসে পাহাড় এর নৈসর্গিকতা কে অনুভব করতে চান? হঠাত্ আপনার পাশ দিয়ে; হরিন চলে যাচ্ছে বা বুনো মুরগীর ডানা ঝাপটাই এর শব্দ কিংবা বুনো খরগোস এর লুকোচুরি? তবে এটাই সেরা ঠিকানা। সূর্যাস্ত এর সময় আকাশ আর পাহাড়ের ঢালের অভিমানী খেলা দেখতে পাবেন। কালেজ ভ্যালী টি এস্টেট এর ঢালে কাটাতে পারেন খানিকটা সময়। একটা দিন চলে যান বালাসুন এর ধারে পিকনিক করতে। অথবা ২-কিমি ট্রেক করে ইন্দ্রেনী ঝরনায় স্নান করতে।
খুব অল্প সময়ে জায়গাটি হয়ে উঠেছে ভ্রমণ রসিকদের কাছে বেশ প্রিয়। গড়ে উঠেছে নানা মানের থাকার জায়গা। হাতে সময় থাকলে ঘুরে আসুন অল্প দূরের লামাহাটা থেকে। অবকাশে জমিয়ে পাহাড়কে উপভোগ করুন।
কিভাবে যাবেন
শিয়ালদা থেকে এনজেপিগামী যে কোনও ট্রেনে উঠুন। পরদিন সকালে নিউ জলপাইগুড়ি। স্টেশনের বাইরে মিলবে ভাড়ার গাড়ি। ঘণ্টা চারেকের মধ্যেই পৌঁছে যান সবুজের নিবিড় ঠিকানায়।
খরচ
১৩৫০ থেকে ১৬০০ টাকা জন প্রতি; প্রতিদিন। এর মধ্যেই থাকছে সারাদিনের খাবার। এছাড়াও আপনি শুধুই কটেজ বুক করতে পারেন, খাওয়া দাওয়া সেক্ষেত্রে মেনু কার্ড অনুসারে হবে।