বিবিধ বিভাগে ফিরে যান

সামাজিক সুরক্ষায় আসতে চলেছেন ফ্রিল্যান্সার, ডেলিভারি বয়, ক্যাব চালকরা

August 25, 2020 | 2 min read

খুব শীঘ্রই সামাজিক সুরক্ষার আওতায় আসতে চলেছেন ফ্রিল্যান্সাররা। পাশাপাশি, বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে যারা পরিষেবা প্রদান করেন – যেমন সুইগি, জোম্যাটো ডেলিভারি বয়, ক্যাব চালক – তারাও এর আওতায় আসবেন।

কোড অন সোশ্যাল সিকিউরিটি ২০২০-তে গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কারস সোশ্যাল সিকিউরিটি ফান্ড গঠনের প্রস্তাব দিয়েছে শ্রম মন্ত্রক বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সেই প্রস্তাব মেনে নিয়েছে কেন্দ্রীয় শ্রম দপ্তর।

কোড অন সোশ্যাল সিকিউরিটিতে গিগ ওয়ার্কার তাদের বলা হয় যারা তথাকথিত মালিক-শ্রমিক সংজ্ঞার বাইরে জীবিকা অর্জন করেন।
এই তহবিলের দায়িত্বে থাকবে কেন্দ্র এবং অনুদান দেবে সেই সকল সংস্থা। মন্ত্রীসভার প্রস্তাব মেনে মন্ত্রক খসড়া তৈরি করেছে, যাতে বলা হয়েছে সকল সংস্থাকে বাধ্যতামূলকভাবে বার্ষিক লেনদেনের ২ শতাংশ দিতে হবে।

গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কারদের জন্য বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। এই মন্ত্রকের শীর্ষে থাকবেন শ্রম মন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা। থাকবেন গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কার, কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার এবং ইএসআইসির ডিরেক্টর।

কোড অন সোশ্যাল সিকিউরিটি আসলে নটি শ্রমনীতির এক সংমিশ্রণ যা ২০১৯ সালের ডিসেম্বরে লোকসভায় আনা হয় এবং শ্রমের জন্য সংসদের স্ট্যান্ডিং কমিটিকে রেফার করা হয়। সংসদীয় প্যানেল ৩০শে জুলাই প্রস্তাব দেয় সোশ্যাল সিকিউরিটি কভারেজের আওতায় ঘরের কাজ, পরিযায়ী শ্রমিক, গিগ ওয়ার্কার, প্ল্যাটফর্ম ওয়ার্কার ও কৃষিকাজে নিযুক্তদের অন্তর্ভুক্ত করার।

করোনার ফলে প্রস্তাব দেওয়া হয় আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিকদের আলাদাভাবে কোড অন সোশ্যাল সিকিউরিটিতে অন্তর্ভুক্ত করার ও তাদের জন্য তহবিল গঠনের। কোড অন সোশ্যাল সিকিউরিটিতে কর্মীর সংজ্ঞা বাড়ানো হয়, যারা ঠিকেদারি সংস্থার অধীনে কাজ করছে, তাদের যুক্ত করা হয়।

শ্রম মন্ত্রক সংসদীয় প্যানেলের ১০৩টি প্রস্তাব খতিয়ে দেখে ৫৭টি প্রস্তাব সম্পূর্ণ এবং ১৯টি প্রস্তাব আংশিকভাবে অন্তর্ভুক্ত করে। শ্রম মন্ত্রক জানিয়েছে কোড অন সোশ্যাল সিকিউরিটি মন্ত্রীসভায় গৃহীত হয়েছে এবং আগামী অধিবেশনে পেশ হতে চলেছে সংসদে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Social security scheme, #Freelancer

আরো দেখুন