আইআইটি বম্বের সমাবর্তনে নয়া চমক, সংবর্ধিত ভার্চুয়াল অবতাররা
অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন প্রতিষ্ঠানের ডিরেক্টর। একে একে পড়ুয়া ও গবেষকদের নাম ডেকে চলেছেন তিনি। আর উইংসের একধার দিয়ে পর পর মঞ্চে উঠে আসছেন সফল ও কৃতী পড়ুয়ারা। তাঁদের কেউ স্নাতক পাশ করেছেন। কেউ স্নাতকোত্তর। কেউবা সদ্য পিএইচডি’র থিসিস জমা দিয়েছেন। সমাবর্তন অনুষ্ঠানে মেডেল, সার্টিফিকেট নিতে উপস্থিত হয়েছেন সকলে। আইআইটি বম্বের প্রতিবছরের এই চেনা ছবিই এবছর করোনার জেরে ভিন্ন মোড়কে ধরা পড়ল। তার কারণ, মঞ্চে ওঠা পড়ুয়াদের কেউই রক্তমাংসের চরিত্র নন। প্রযুক্তির কারসাজিতে সকলেই গ্রাফিক্স মডেলে পরিণত হয়েছেন। যদিও যিনি যেমন দেখতে, তাঁকে ঠিক তেমনটাই দেখাচ্ছে।
হাঁটাচলা, মুখের আদল, হাসির ধরন — সবকিছু হুবহু আসল মানুষটির মতো। মেডেল বা সার্টিফিকেট নেওয়ার পর দিব্যি মাথা ঝুঁকিয়ে নমস্কার জানিয়ে একগাল হেসে স্টেজ থেকে নেমে যাচ্ছেন। গোটাটাই হচ্ছে ভার্চুয়াল মিডিয়ায়। অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে বাড়িতে বসে বিষয়টি উপভোগ করলেন আইআইটি’র সফল ছাত্রছাত্রী ও গবেষকরা। দেখলেন তাঁদের ভার্চুয়াল অবতারদের সংবর্ধিত হতে। মহামারীর জেরে বন্ধ স্বাভাবিক পঠনপাঠন। সেই সঙ্গে ঐতিহ্যবাহী সমাবর্তন অনুষ্ঠানও এবছর ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের একেবারে নিরাশ করতে চাননি আইআইটি বম্বে কর্তৃপক্ষ। তাই প্রযুক্তির জারিজুরিকে কাজে লাগিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যবস্থা করেন তাঁরা। প্রতিষ্ঠানের ৬২ বছরের ইতিহাসে ভার্চুয়াল সমাবর্তনের ঘটনা এই প্রথম। জানালেন প্রতিষ্ঠানের ডিরেক্টর শুভাশিস চৌধুরী।