বিনোদন বিভাগে ফিরে যান

পথের পাঁচালীর ৬৫ বছর পূর্ণ

August 26, 2020 | < 1 min read

ভারতীয় তথা বিশ্ব সিনেমার জন্য আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১৯৫৫ সালের আজকের দিনেই মুক্তি পায় বিভূতিভূষণের রচনা অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত “পথের পাঁচালী”।

এই বাংলা ছবিটির মুক্তির পর বিশ্বসিনেমায় রাতারাতি পরিচিতি পায় ভারতীয় সিনেমা, ভারতে প্যারালাল সিনেমা আন্দোলনের সূত্রপাত হয় বাংলার হাত ধরেই। এখনও বেশীরভাগ বিদেশীরাই ভারতীয় সিনেমা বলতে সত্যজিৎ রায় ও পথের পাঁচালী-কেই বোঝে।

বিশ্ব সিনেমায় রিয়েলিজম প্রদর্শনের দূষ্টান্তমূলক ছবিগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে এই ছবিটি! দেশে বিদেশে অসংখ্য পুরষ্কারে সম্মানিত হয়েছিলো পথের পাঁচালী, এতকিছু একসাথে মনে হয়না আর কোনো ভারতীয় ছবি পেয়েছে ।

এশিয়ার সেরা একশোটি সেরা ফিল্মের মধ্যে চার (4th) নম্বরে রয়েছে – অপুট্রিলজি। এই ছবিটি বিখ্যাত The Apu Trilogy -এর প্রথম ছবি.. এই ছবিতে রবি শঙ্কর রচিত সঙ্গীতও এখনও ভুলতে পারেনি বিশ্ব।

এযুগের বিখ্যাত পরিচালক Wes Anderson থেকে শুরু করে The Simpsons-এর সৃষ্টিকর্তা, বহু ফিল্মমেকার, বহু লেখক, বহু শিল্পী এমনকি বেশিরভাগ ভারতীয়ের অনুপ্রেরণার কারণ পথের পাঁচালী। যতদিন সিনেমা থাকবে অপু-দূর্গাও থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pather Panchali

আরো দেখুন