হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

অর্ণব গোস্বামীর থেকে পাওনা আদায় না করতে পারায় আত্মঘাতী ইন্টেরিয়ার ডিজাইনার?

August 26, 2020 | 2 min read

সম্প্রতি রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে কেন্দ্র করে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেলে দিয়েছে। ভিডিওতে অক্ষতা নায়েক নামক এক জনৈকা মহিলা দাবি করেছেন, অর্ণব গোস্বামীর থেকে পাওনা আদায় না করতে পারায় আত্মঘাতী হন ওনার স্বামী অন্বয় নায়েক। ঘটনাটি ঘটেছে ২০১৮ সালে।

২০১৮ সালে এই ঘটনার পর রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী সহ ভিন্ন দুই কোম্পানির মালিক ফিরোজ শেখ এবং নীতিশ সারদা-র নামে মামলা রুজু করেছিল আলিবাগ পুলিশ। ৫৩ বছরের এক ইন্টেরিয়ার ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ রয়েছে এই তিনজনের বিরূদ্ধে।

কনকর্ড ডিজাইন প্রাইভেট লিমিটেড নামক ডিজাইনিং কোম্পানির মালিক অন্বয় নায়েক নামের এই ব্যক্তি তাঁর সুইসাইড নোটে লিখে গেছেন, এই তিন অভিযুক্তের কাছে পাওনা ৫.৪ কোটি টাকা না পাওয়াতেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এফআইআর-এর তথ্য অনুযায়ী মৃত ব্যক্তি অর্ণবের কাছে ৮৩ লক্ষ টাকা, ফিরোজের কাছে ৪ কোটি টাকা এবং নীতিশের কাছে ৫৫ লক্ষ টাকা পেতেন।

অন্বয় এবং তাঁর মায়ের মৃতদেহ আলিবাগের কবির গ্রামে তাদের ফার্ম হাউজ থেকে উদ্ধার হয়। অন্বয়ের দেহ দোতলায় সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং তাঁর মার দেহ একতলায় বিছানার ওপর থেকে উদ্ধার হয়। এরপর মৃতের স্ত্রী অক্ষতা নায়েক পুলিশে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি যখন ঘটে তিনি মুম্বাইয়ে নিজেদের আবাসনে ছিলেন।

অন্বয়ের স্ত্রী দাবি করেন, পুলিশের তরফে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল তাকে। উনি নিজের এবং ওনার মেয়ের সুরক্ষা নিয়েও চিন্তিত ছিলেন। পাশাপাশি, উনি ভিডিওতে বলেন, যদি ওনার বা ওনার মেয়ের কিছু হয়ে যায়, তার দায় বর্তাবে অর্ণব গোস্বামীর ওপর।

সেই সময় রিপাবলিক টিভির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে এবং রিপাবলিক টিভিকে বদনাম করার লক্ষ্যে কিছু মানুষ একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে মিথ্যে খবর রটাচ্ছে। অন্বয় নায়েকের মৃত্যুতে শোকপ্রকাশ করে, দর্শককে এই ভুয়ো খবরে বিশ্বাস না করতে অনুরোধ করেছিল রিপাবলিক টিভি কর্তৃপক্ষ।

দৃষ্টিভঙ্গির পক্ষ থেকে অর্ণব গোস্বামীর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়। কিন্তু কোন উত্তর মেলেনি। তাই, প্রশ্ন উঠছে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে প্রাইমটাইমে সার্কাসে পরিণত করেছেন যিনি, সেই অর্ণব গোস্বামীর আলমারিতেই রয়েছে কঙ্কাল। এর বিচার কি রিপাবলিক টিভি করবে না?

TwitterFacebookWhatsAppEmailShare

#Arnab Goswami

আরো দেখুন