এসএসসি মামলায় জয় রাজ্যের, কমিশনের যুক্তিকে মান্যতা আদালতের
অবশেষে এসএসসির বহু প্রতীক্ষিত সিএমপি মামলার রায় হল আজ। বহু প্রতীক্ষার পর মামলাটির রায় দিল কলকাতা হাইকোর্ট। রায়ে স্কুল সার্ভিস কমিশনের যুক্তিই মেনে নিল কোর্ট। পিটিসনারদের আর্জি খারিজ হয়ে গেল।
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রথম এসএসসি পরীক্ষা হয় ২০১২ সালে। এর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হয় ২০১৩ সালে সেপ্টেম্বরে। তাতে অনে বেনিয়ামের অভিযোগ ওঠে। এছাড়া ঘোষিত শূন্যপদের থেকে অনেক কম চাকরি প্রার্থীর নাম মেধা তালিকায় থাকার অভিযোগ ওঠে। শূন্যপদ ও মেধাতালিকা অনুযায়ী সমস্ত মেধা-তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার দাবি করেন চাকরি প্রার্থীরা। অনেকেই আদালতের দ্বারস্থ হন। সেই মামলার রায় হল আজ।
মেরিট লিস্টে থেকেও চাকরি না পাওয়ার অভিযোগ ওঠায় বিতর্ক বাড়ে। এর পরে কয়েক হাজার চাকরি প্রার্থী আন্দোলন ও আমরণ অনশনের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি কলকাতা হাই কোর্টে আইনের দ্বারস্থ হয়েছেন বহু চাকরি প্রার্থী। এদিন ছিল এই মামলার রায় দান। এদিন আদালতে শেষ পর্যন্ত রাজ্য সরকারের যুক্তিকে কার্যত মেনে নিল। ফলে ধাক্কা খেলেন কয়েক হাজার চাকরি প্রার্থী।