সাংবাদিককে গুলি করে খুন, উত্তাল উত্তরপ্রদেশ
ফের এক সাংবাদিককে গুলি করে খুনের ঘটনায় উত্তাল উত্তরপ্রদেশ। সোমবার রাতে রতন সিং নামে সাংবাদিককে খুন করে দুষ্কৃতীরা। এই নিয়ে গত দু’মাসে দু’জন সাংবাদিককে খুন করা হল উত্তরপ্রদেশে। জুলাই মাসে গাজিয়াবাদে খুন হন সাংবাদিক বিক্রম যোশি। রতন সিংকে খুনের অভিযোগে পুলিস মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিসের দাবি, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই তাঁকে খুন হতে হয়েছে। এর সঙ্গে সাংবাদিকতা পেশার কোনও যোগ নেই। পুলিসের সেই দাবি উড়িয়ে দিয়ে রতন সিংয়ের বাবা বিনোদ সিং বলেছেন, ‘সম্পত্তি নিয়ে কোনও বিবাদ ছিল না। পুলিস এই খবর রটাচ্ছে।’ রতন সিংয়ের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দোষীদের বিরুদ্ধে সম্ভাব্য সবরকম ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দিয়েছেন।
পুলিস জানিয়েছে, সোমবার রাতে রতন গ্রামের বাড়িতে যান। সেখানেই তাঁকে বন্দুক নিয়ে তাড়া করে দুষ্কৃতীরা। তিনি দৌড়ে পালাতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে গুলি করে খুন করা হয়। আজমগড় রেঞ্জের ডিআইজি সুভাষ দুবে বলেন, ‘রতনদের জমি দখল করে ধৃতরা একটি পাঁচিল দেয়। সেখানে একটি খড়ের গাদাও দিয়েছিল ধৃতরা। রতন সেই খড়ের গাদা সরিয়ে দিয়েছিলেন। এই নিয়ে রতনদের সঙ্গে ধৃতদের বিবাদ এত বড় আকার নেয়।’ সাংবাদিকের বাড়ির সামনে বসেছে পুলিস পিকেট।