← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভূমিকম্প! আতঙ্ক
নিম্মচাপের জেরে রাজ্য জুড়ে হচ্ছে প্রবল বৃষ্টিপাত। এর মধ্যেই বুধবার সাত সকালে মৃদু ভূকম্পন আতঙ্ক সৃষ্টি করল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের প্রাবল্য ছিল ৪.১। নদিয়ার পলাশীর কাছে মাটি থেকে দশ কিলোমিটার নীচে ছিল এর উৎপত্তিস্থল। সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ হয় এই ভূমিকম্প। নদিয়া ছাড়াও মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ও পশ্চিম বর্ধমানের কিছু এলাকাতেও অনুভূত হয় এই ভূকম্পন।
বৃষ্টির সঙ্গে মাটি কেঁপে ওঠায় কিছুটা আতঙ্কও ছড়িয়ে পড়ে। কেউ কেউ অবশ্য ভূমিকম্পের কথা আন্দাজ করে পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটাই প্রশ্ন— ‘‘কিছু ক্ষণ আগে ভূমিকম্প হল?’’ কেউ বলেছেন, ‘‘ভূমিকম্প হল। আপনারা বুঝতে পেরেছেন?’’