বিনোদন বিভাগে ফিরে যান

পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোনু সুদ

August 27, 2020 | < 1 min read

এবার পড়ুয়াদের পাশে সোনু সুদ। তাঁদের হয়ে কেন্দ্র সরকারকে এ বছরের নিট ও জিইই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানালেন মানবিক অভিনেতা।

সোনু বলেন, যুবপ্রজন্মই আমাদের দেশের ভবিষ্যৎ। আগামীর দূত হিসেবে তাদের এগিয়ে যাওয়ার উৎসাহ জোগানো আমাদের কর্তব্য। সদর্থক চিন্তা জুগিয়ে ওদের পাশে দাঁড়ানো উচিত। দেশের যুবপ্রজন্ম যদি সরকারের কাছে পরীক্ষা পিছানোর আবেদন রেখে ওদের আওয়াজ তোলে, তাতে ক্ষতি কোথায়? আমি নিশ্চিত যে এই সমস্যার সমাধান হবেই। করোনা পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে, কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব পড়ুয়ারা। ইঞ্জিনিয়ার এবং ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষা পিছিয়ে দিতে হবে, এই দাবি তুলে পড়ুয়ারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও দেশের শীর্ষ আদালত তা নাকচ করে দিয়েছে। এই অবস্থায় নিজে থেকেই দেশের যুবপ্রজন্মের পাশে দাঁড়িয়ে প্রতিবাদী সুর চড়ালেন বলিউড অভিনেতা সোনু সুদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Center, #sonu sood, #students

আরো দেখুন