গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি, মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই লড়বে একুশে
আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য মুখ কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি এই নিয়ে খোলসা করে কিছু বলতে চাইছে না। এরই মধ্যে জল্পনা জিইয়ে রাখলেন রাজ্য দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। গত ২৩শে আগস্ট কলকাতায় তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত ঠিক আছে, কাউকে মুখ হিসাবে তুলে ধরে বিজেপি নির্বাচনে যাবে না।’’
তবে ভবিষ্যতে এই সিদ্ধান্তের কোনও বদল হবে কি না, তার স্পষ্ট ব্যাখ্যা এ দিন কৈলাসের বক্তব্যে পাওয়া যায়নি।
বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী মুখ হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নাম হাওয়ায় ছড়াচ্ছে। বাতাসে ভাসছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, সদ্য প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় প্রমুখের নামও। এমনকি রামকৃষ্ণ মিশনের এক মহারাজের নামও শোনা গেছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে। তাছাড়া, দিলীপ ঘোষ-মুকুল রায়ের দ্বৈরথের কথাও সর্বজনবিদিত।
এই প্রেক্ষিতেই বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী মুখ নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন কৈলাস। দল কি মুখ্যমন্ত্রী হিসাবে কারও নাম ভেবে রেখেছে? কৈলাস বলেন, ‘‘সময় এর জবাব দেবে।’’