রাজ্য বিভাগে ফিরে যান

প্রতিষ্ঠা দিবসের প্রচার: কলার টিউনে বাজিমাত তৃণমূল ছাত্র পরিষদের

August 27, 2020 | 2 min read

গানের ইন্দ্রধনু দিয়ে হৃদয় ভরাতে চেয়েছিলেন রুপোলি পর্দার নায়িকা। বহু বছর পর এই একই স্বপ্নের জাল বুনেছে তৃণমূল ছাত্র পরিষদ। সেই ইন্দ্রধনু অবশ্য প্রত্যাশিত কারণেই পরিবর্তিত হয়েছে ধনুকের টঙ্কারে। লক্ষ্যও প্রত্যাশিত। গেরুয়া শিবির আর কেন্দ্রীয় সরকার। মাত্র সাতদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের ‘এগিয়ে বাংলা’ কলার টিউন তৈরি হয়েছে। রাজ্যজুড়ে ৫৫ হাজার মোবাইলে এখন সেই সুরই বাজছে। দ্রুত তা লক্ষ মানুষের ঐক্যতানে পরিণত হবে। এমনটাই মনে করছে বাংলার এক নম্বর ছাত্র সংগঠনের নেতৃত্বের। ২৮শে আগস্টের প্রতিষ্ঠা দিবস এবার ভার্চুয়াল। তাই ভার্চুয়াল প্রচারের ‘ভুবন’ মোবাইলের কলার টিউনে ভরিয়ে দিতে কোমর বাঁধছে ছাত্র নেতৃত্ব।

ছাত্র সংগঠন সূত্রে জানা গিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কথায় সুর দিয়ে একটি গান বাঁধা হয়েছিল। রবীন্দ্রভারতীর প্রাক্তন ছাত্রনেতা কেশব দে সেই গান গেয়েছিলেন। বেশ কয়েকবার ঝাড়াই-বাছাইয়ের পর তা রেকর্ড করা হয়। সেই গানের অংশ বিশেষকেই কলার টিউন হিসেবে আনা হয়েছে। প্রায় সমস্ত মোবাইল নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা করে কলার টিউনের লিঙ্ক দিয়ে দিয়েছে ছাত্র নেতৃত্ব। গোটা গানটি দেওয়া হয়েছে ইউটিউবেও। প্রতিষ্ঠা দিবসের প্রচারের এই অভিনব পদক্ষেপ নিয়ে উচ্ছ্বসিত তৃণাঙ্কুরবাবু বলেন, ‘প্রত্যাশার থেকেও দ্রুত ছড়াচ্ছে ওই কলার টিউন। প্রতিষ্ঠা দিবসের আগেই তা এক লক্ষ মোবাইলে যুক্ত হবে। আর ভার্চুয়াল সভার দর্শক, শ্রোতার সংখ্যাও রেকর্ড তৈরি করবে।’

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মানেই বাংলার শাসক শিবিরের আরও একটি জনজাগরণ উৎসব। চোখ ধাঁধানো ভিড়ে আগামী প্রজন্মের শপথের মঞ্চ। এবারে তাতেই বাধ সেধেছে করোনা। মঞ্চ হয়েছে ডিজিটাল। কিন্তু প্রচার হবে কী ভাবে? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। জমায়েতে নিষেধাজ্ঞা। কিন্তু, তা বলে ছাত্র সমাজ থামবে কেন! অগত্যা ডিজিটাল প্রচারই ভরসা। সেখানেও তাঁরা চমক দিতে ছাড়ছেন না। আর তাই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বেনজির প্রচারের অস্ত্র মোবাইল কলার টিউন। ওই কলার টিউন মোবাইলে নেওয়ার জন্য ছাত্র সংগঠনের সমস্ত নেতাকর্মীদের কাছে ইতিমধ্যেই বার্তা গিয়েছে। ফলে মোবাইলে মোবাইলে প্রচার চলছে, ‘দুষ্কৃতী মুক্ত দেশ’ গড়ার। প্রত্যয় ফুটছে ‘আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই আগামীর দেশের ভবিষ্যত’-এর সুরে। অনুরণিত হচ্ছে ‘মা-মাটি-মানুষের হাত ধরে সাজাব বাংলা’র প্রতিশ্রুতি।
ডিজিটাল প্রচারকে রাজনীতির আঙ্গিনায় বহুল ব্যবহার করে দেখিয়েছে বিজেপি। তাদের মাঠেই সাফল্যের সঙ্গে খেল দেখানোর ইঙ্গিতই এবার দিচ্ছে রাজ্যের শাসক শিবিরও। এই কলার টিউন তারই একটি ধাপ।

TwitterFacebookWhatsAppEmailShare

#TMCP, #TMCP Foundation Day

আরো দেখুন