জীবনশৈলী বিভাগে ফিরে যান

ত্বকের জেল্লা বাড়াতে ভিটামিন ই ক্যাপ্সুল মাখছেন? সাবধান!

August 27, 2020 | < 1 min read

ত্বকের নানা সমস্যার সমাধানে তো বটেই, ত্বকের পুরোনো জেল্লা ফিরিয়ে আনার জন্যও আজকাল ভিটামিন ই  ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।  অনেকেই রাতে শোওয়ার আগের ত্বক পরিচর্যার রুটিনে ভিটামিন ই ক্যাপসুলকে খুব গুরুত্ব দিয়ে থাকেন। 

সাধারণত ক্যাপসুল ফুটো করে তার মধ্যেকার তেলটি সরাসরি মুখে লাগানো হয়। ভিটামিন ই-র মধ্যে আলফা টোকোফেরল নামক একটি অ্যান্টি অক্সিড্যান্ট থাকে, যা আপনার ত্বককে রক্ষা করে ফ্রি র‍্যাডিকাল আক্রমণ থেকে। এই উপাদানটি অ্যান্টি এজিং ক্রিমেও ব্যবহার করা হয়। 

যাঁরা ব্রণর আক্রমণে ভোগেন, তাঁদের জন্যও ভিটামিন ই খুব ভালো ওষুধ। তবে সেক্ষেত্রে আবার ভিটামিন ই তেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না, তা খাওয়া উচিত। ময়েশ্চরাইজ়ার হিসেবেও দারুণ কার্যকর ভিটামিন ই, তা সূর্যরশ্মির আক্রমণ থেকেও ত্বককে রক্ষা করে।      

কিন্তু এ সবের পাশাপাশি এ কথাও ঠিক যে ত্বকে ভিটামিন ই সরাসরি ব্যবহার করার কিছু পার্শ্ব-প্রতিক্রিয়াও আছে। বিশেষ করে যাদের ত্বক খুব সেনসিটিভ বা যারা সোরিয়াসিস বা কনট্যাক্ট ডার্মাটাইটিসে ভুগছেন, তাঁরা যদি সরাসরি ত্বকে ভিটামিন ই ব্যবহার করেন তা হলে কিন্তু হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। আগে একবার আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন। 

সরাসরি ত্বকে ভিটামিন ই না ব্যবহার করে বরং দই, মধু, ভিটামিন ই তেল আর লেবুর রস দিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। এতে ব্রণ, ত্বকের দাগ-ছোপ তো কমবেই, সেই সঙ্গে ক্রমশ বাড়বে উজ্জ্বলতাও। পাকা পেঁপে, মধু আর লেবুর রসের মাস্কেও ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। ভিটামিন ই তেল, টি ট্রি অয়েল, নারকেল তেল, ল্যাভেন্ডার তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে মুক্তি পাবেন অ্যালার্জির হাত থেকে।     

TwitterFacebookWhatsAppEmailShare

#glowing skin

আরো দেখুন