পরীক্ষা নেওয়ার আগে কেন্দ্র লিখিতভাবে পড়ুয়াদের সুরক্ষার দায়িত্ব নিক: অভিষেক
করোনা পরিস্থিতিতে যখন মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছেন, কেন্দ্র তখন জয়েন্ট-নিট পরীক্ষার যৌক্তিকতা কতটা, প্রশ্ন তুললেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের ধর্নায় যোগ দিয়ে তিনি বলেন, পরীক্ষা নেওয়ার আগে কেন্দ্র লিখিতভাবে পড়ুয়াদের সুরক্ষার দায়িত্ব নিক।
অভিষেক বলেন, সারা দেশে ৪০০০ পরীক্ষা কেন্দ্রে প্রায় ৩০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, সেখানে তাদের অভিভাবক শিক্ষক শিক্ষিকা, স্টাফ রায় থাকবেন, মানে সব মিলিয়ে প্রায় ১.২০ কোটি মানুষের জীবন বিপদে পড়বে। আপনি নিজের সুবিধা মতন দেশ গঠনের কথা বলবেন, দ্বিচারিতা করবেন, এসব চলবে না।
তাঁর সাফ কথা, রাজনীতি মানুষের জন্য, মানুষ রাজনীতির জন্য না। যে ৩০ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন তাদের মধ্যে কতজন গত ৭ দিনে কোন আক্রান্তের সংস্পর্শে গেছে কিনা সরকার সমীক্ষা করেছে, এদের মধ্যে কতজনের টেস্ট হয়েছে? পরিবারের লোকের করোনা হয়েছিল কিনা যাচাই হয়েছে?
কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়ার কী হল? অনলাইনে পরীক্ষা নিচ্ছেন না কেন?