দেশ বিভাগে ফিরে যান

মুসলিমদের নিয়ে মন্তব্যের জের, বন্ধ সুদর্শন টিভির শো

August 29, 2020 | 2 min read

কেন্দ্রীয় সরকারের সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নেওয়া মুসলিম পরীক্ষার্থীদের নিয়ে একটি অনুষ্ঠানের সম্প্রচার হওয়ার কথা ছিল। ইউপিএসসিতে কীভাবে মুসলিমরা জেহাদ চালাচ্ছে তা ছিল ওই শোয়ের মূল বিষয়। কিন্তু শুরু হওয়ার আগেই এই নিয়ে মামলার জেরে দিল্লি হাইকোর্টের নির্দেশে বন্ধ হল সুদর্শন টিভি নামে একটি চ্যানেলের ওই অনুষ্ঠানটির সম্প্রচার। শুক্রবার এই বিষয়ে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। তবে এই মামলায় স্থগিতাদেশ দিতে রাজি হয়নি দেশের শীর্ষ আদালত। বরং সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি খতিয়ে দেখার আদেশ দিয়েছে কেন্দ্র, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সহ সুদর্শন টিভিকে। সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে ১৫ সেপ্টেম্বর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘বিন্দাস বোল’ নামে ওই টিভি শোয়ের সম্প্রচার হওয়ার কথা ছিল শুক্রবার রাত আটটার সময়। তার আগে ওই শোয়ের একটি প্রোমো বের করা হয়েছিল সুদর্শন টিভির তরফে। যা দেখেই গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রকের কাছে ওই অনুষ্ঠানটি বন্ধ করার আবেদন জানিয়ে একটি চিঠি পাঠানো হয় দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে তরফে। এমনকী এই অনুষ্ঠান সম্প্রচারের চেষ্টা করার জন্য সুর্দশন টিভির প্রধান সুরেশ ছাভাঙ্কের প্রবল সমালোচনাও করা হয় ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের পক্ষ থেকে। তারপরও অনুষ্ঠান বন্ধ না রাখার সিদ্ধান্ত নেয় সুর্দশন টিভি কর্তৃপক্ষ। কিন্তু দিল্লি হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর কর্তৃপক্ষের তরফে সুরেশ ছাভাঙ্কে বলেছেন, ‘‌আদালতের নির্দেশকে মান্যতা দিতেই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।’‌ তাঁর দাবি এই প্রথম টেলিভিশনের জগতে কোনও শো সম্প্রচারের আগেই বন্ধ হল। যদিও আদালতের চিঠি পাওয়ার আগেই সুরেশ চাভাঙ্কে টুইট করেছিলেন, ‘‌আজ রাতে শো সম্প্রচার হবে।’‌

শুক্রবার সকালে দিল্লি হাইকোর্টে ওই অনুষ্ঠানটি বন্ধ করার আবেদন জানান জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা। আবেদনে সাড়া দিয়ে ওই অনুষ্ঠানটির সম্প্রচার স্থগিত রাখার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে বলে দিল্লি আদালতের বিচারপতি নবীন চাওলা চিঠি দিয়েছেন কেন্দ্র, ইউপিএসজি, সুদর্শন টিভিকে। ততদিন অবধি অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ থাকবে।

তবে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। এই সংক্রান্ত মামলাটি শীর্ষ আদালতের সামনে নিয়ে আসেন আইনজীবী ফিরোজ আহমেদ খান। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও কে এম জোশেফের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, ‘‌সম্প্রচারের আগে স্থগিতাদেশ দিতে রাজি নয় শীর্ষ আদালত। মাত্র ৪৯ সেকেন্ডের ভিডিও দেখে সেটি করাও যায় না। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন্দ্র, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সহ সুদর্শন টিভিকে নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে ১৫ সেপ্টেম্বর।’‌

সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেই শুক্রবার গভীর রাতে সুরেশ ছাভাঙ্কে টুইট করেন, ‘‌আমাদের কাছে সমস্ত তথ্য আছে। সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্টের সামনে আমরা তা তুলে ধরব।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#High Court, #muslim infiltration

আরো দেখুন