চাঁচল-২ ব্লকে বিজেপি-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক
রবিবার চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর ও ধানগাড়া-বিষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় তিন শতাধিক বিজেপি ও কংগ্রেস নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই উপলক্ষে এদিন ধানগাড়া-বিষণপুর প্রাইমারি স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
মালতীপুরের প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, এদিন ধানগাড়া-বিষণপুর পঞ্চায়েতের এলাঙ্গি বুথের পঞ্চায়েত সদস্য মোস্তফা কামাল (কংগ্রেস) শাসকদলে যোগদান করেছেন। ওই পঞ্চায়েতেরই প্রাক্তন দুই সদস্য (কংগ্রেস) আনিসুর রহমান ও ইলিয়াস আলিও শাসকদলে যোগদান করেছেন। প্রাক্তন বিধায়ক রহিম বক্সি আরও বলেন, বিরোধীরা শাসকদলে যোগদান করায় মালতীপুর বিধানসভা এলাকায় দল অনেক শক্তিশালী হচ্ছে।
মালতীপুরের বর্তমান কংগ্রেস বিধায়ক আলবেরুনী বলেন, কংগ্রেসের কেউ শাসকদলে যোগদান করেননি। এবার মালতীপুরে ফের কংগ্রেসই জিতবে। অন্যদিকে, বিজেপির রাজ্য যুব মোর্চার সদস্য অভিষেক সিংহানিয়া জানান, বিজেপির কেউ তৃণমূলে যোগদান করেননি।