সংক্রমণ বাড়ছেই, নমুনা পরীক্ষার সংখ্যা ছাড়াল চার কোটি
ধারা বজায় রেখে শনিবারও নতুন সংক্রমণ ছাড়াল ৭৫ হাজার। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৭৬ হাজার ৪৭২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ লক্ষ ৬৩ হাজার ৯৭২ জন। প্রাণ হারিয়েছেন ১ হাজার ২১ জন। এই নিয়ে টানা চারদিন করোনায় এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারালেন। এ যাবৎ ৬২ হাজার ৫৫০ জনের প্রাণ কেড়েছে করোনা। এই মুহূর্তে মৃত্যুহার ১.৮১ শতাংশ। নমুনা পরীক্ষার সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটি।
তবে প্রতিদিন বাড়ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৫০ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ২৬ লক্ষ ৪৮ হাজার ৯৯৮ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৬.৪৭ শতাংশ। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৫২ হাজার ৪২৪ জন। অর্থাৎ, দেশের মোট আক্রান্তের ২১.৭২ শতাংশ। দেশজুড়ে করোনার মোট নমুনা পরীক্ষার সংখ্যা হয়েছে ৪ কোটি ৪ লক্ষ ৬ হাজার ৬০৯ জন।
এদিকে, শুক্রবারই করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান কন্যাকুমারীর কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমার। এদিন তাঁর মৃতদেহ বাড়িতে আনা হলে করোনা-বিধি লঙ্ঘন করে বহু মানুষ ভিড় জমান। ফলে নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার এইমসের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। করোনামুক্ত হওয়ার পর শরীরে ব্যাথা ও ক্লান্তির সমস্যার নিয়ে গত ১৮ আগস্ট এইমসে ভর্তি হন অমিত শাহ।