বিনোদন বিভাগে ফিরে যান

এই বাংলা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজগুলি দেখেছেন 

August 30, 2020 | 2 min read

টেলিপর্দায় অনেক ধরনের ক্রাইম থ্রিলার দেখেছেন দর্শক। ‘ক্রাইম প্যাট্রল’-এর মতো বাস্তব ঘটনা অবলম্বনে থ্রিলারও যেমন দেখেছেন দর্শক, তেমনই আবার কল্পিত প্লট নিয়েও সিরিজ এসেছে পর্দায়। 

রইল ক্রাইম থ্রিলার জঁরের কিছু অনবদ্য বাংলা ওয়েব সিরিজের তালিকা। উইকেন্ডে বিঞ্জ ওয়াচ হয়ে যাক!

কালী

জি ফাইভের এই ওয়েব সিরিজটি কলকাতার অপরাধ জগত নিয়েই তৈরি। দুটি সিজনই বেশ জনপ্রিয় হয়েছে। একটি ড্র্যাগ কার্টেলের সাথে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে কালী। নিজের সন্তানকে বাঁচানোই তার লক্ষ্য। সে পারবে ছেলেকে বাঁচাতে, নাকি জড়িয়ে পড়বে অন্ধকার জগতের পাঁকে? জানতে হলে আজই দেখুন। অভিনয় করেছেন পাওলি দাম, অভিষেক বন্দোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, রাহুল বন্দোপাধ্যায় প্রমুখ।

দ্য স্টোনম্যান মার্ডারস

 হইচই-এর এই মার্ডার মিস্ট্রি কলকাতার ১৯৮৫-১৯৮৯ –র সিরিয়াল কিলার স্টোনম্যানের ঘটনা অবলম্বনে তৈরি। এক লেখিকা হঠাতই পেয়ে যান স্টোনম্যানের ডায়েরি এবং তা পড়ে জানতে পারেন স্টোনম্যান আবার ফিরে এসেছে। মূল চরিত্রে অভিনয় করেছেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, রূপঙ্কর বাগচী।

লালবাজার

জি ফাইভের ওয়েব সিরিজটি সম্প্রতি বেশ জনপ্রিয় হয়েছে। কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের কিছু অসাধারণ অফিসার এবং কলকাতার অপরাধ জগতই এই ক্রাইম সিরিজের প্লট। অভিনয় করেছেন কৌশিক সেন, শৌরসেনী মৈত্র, শান্তিলাল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী প্রমুখ।

জাজমেন্ট ডে

জি ফাইভের এই ক্রাইম থ্রিলারটিও বেশ জনপ্রিয়। একটি সিজনই মুক্তি পেয়েছে। গল্প এখনো অসম্পূর্ণ। দুই বোনের গল্প। এক বোনের ওপর অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে সমস্ত রকম প্রতিকূলতার সাথে লড়ে আরেক বোন। অভিনয় করেছেন মধুমিতা সরকার, সোহিনী সরকার, কৌশিক সেন, মৈনাক বন্দোপাধ্যায়, অর্পণ।

ঢাকা মেট্রো

বাংলাদেশের সাথে হইচই-এর জয়েন্ট ভেঞ্চার ‘ঢাকা মেট্রো’। বাংলদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অমিতাভ রেজা চৌধুরী নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’। শ্বাসরুদ্ধকর এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অপি করিম, নেভিল ফেরদৌস হাসান, শরিফুল ইসলাম প্রমুখ। 

রহস্য রোমাঞ্চ সিরিজ 

ক্রাইম থ্রিলারের কথা বললে যে ওয়েব সিরিজের উল্লেখ না করলেই নয় সেটি হল হইচই-এর ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’। ঝন্টু মোটরস লুকিয়ে রেখেছে এক রহস্যময় সত্যি! এই গ্যারেজের মালিক আসলে কি কোনো সাধারণ সংসারী ব্যক্তি – নাকি অপরাধ জগতের সম্রাট? জানতে হলে দেখতে হবে এই সিরিজ। পরিচালক অভিরূপ ঘোষ। অভিনয়ে রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

#crime thriller, #Web Series

আরো দেখুন